৬ দিনে কোনও মৃত্যু নেই! কামাল করে দেখাচ্ছে এশিয়ার বৃহত্তম মুম্বইয়ের ধারাভি বস্তি

Last Updated:

যেখানে ১০ লক্ষ মানুষের বাস । একটি ঘরে গাদাগাদি করে থাকেন ১০-১২ জন । সেই ধারাভিতে ১৮৯৯জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন । তার মধ্যে ৯৩৯ জনই সুস্থ হয়ে উঠেছেন ।

#মুম্বই: এ দিকে গোটা মহারাষ্ট্রের করোনা গ্রাফ চিন্তায় ফেলছে সরকারকে ৷ একা মহারাষ্ট্রই ছাড়িয়ে গিয়েছে করোনার আঁতুড় ঘর চিনকে । শুধু তাই নয়, করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে পাকিস্তানকে টপকে গিয়েছে এই রাজ্য । ৮৫,৯৭৫ জন করোনা আক্রান্ত এখানে । গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,০০৭ জন । মৃত ৩,০৬০ জন । গোটা রাজ্যে ২৫৫০-র বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে ৩৩ জনের প্রাণ গিয়েছে ৷
কিন্তু এত খারাপ খবরের মধ্যেও প্রাণ সঞ্চার করছে ধারাভি । যা নিয়েই একদিন দুশ্চিন্তার কালো মেঘ জমেছিল প্রশাসনের কপালে, সেই এশিয়ার বৃহত্তম বস্তিই আজ জব্দ করছে মারণ ভাইরাসকে ।
কী ভাবে?
গত কয়েকদিনের করোনা আক্রান্তের রিপোর্ট দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে । গত ছ’দিনে একজন মারা যাননি এই ধারাভি বস্তিতে । যেখানে ১০ লক্ষ মানুষের বাস । একটি ঘরে গাদাগাদি করে থাকেন ১০-১২ জন । সেই ধারাভিতে ১৮৯৯জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন । তার মধ্যে ৯৩৯ জনই সুস্থ হয়ে উঠেছেন । সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে বৃহন্মুম্বই পুরনিগম (BMC) । গত ১ জুন শুধুমাত্র ধারাভি থেকেই করোনা সংক্রমণ মিলেছিল ৩৪ জনের শরীর থেকে । গতকাল, রবিবার সেই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে ১০-এ ।
advertisement
advertisement
অসম্ভব কী করে সম্ভভ হল?
বিএমসি-র জি নর্থ ওয়ার্ডের সহকারী মিউনিসিপ্যাল কমিশনার কিরণ দিগভকর জানাচ্ছেন, ওই এলাকায় একাধিক ‘ফিভার ক্লিনিক’ খোলা হয়েছে । সামান্যতম উপসর্গ দেখা দিলেও সঙ্গে সঙ্গে টেস্ট হচ্ছে । প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে । এছাড়াও মাস টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে । আর তার ফলও মিলছে হাতে নাতে ।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৬ দিনে কোনও মৃত্যু নেই! কামাল করে দেখাচ্ছে এশিয়ার বৃহত্তম মুম্বইয়ের ধারাভি বস্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement