কোভিড আক্রান্তদের পাশে 'বন্ধু' অনীক, নিখরচায় রোগীর বাড়িতে পৌঁছে যাবে খাবার

Last Updated:

পরিষেবা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে । হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আধারকার্ড এবং কোভিড পজিটিভ রিপোর্টের ছবি ।

কলকাতা: করোনাকালে মানবিক মুখ ধরা পড়েছে সমাজের মানবিক মুখ ধরা পড়েছে বিভিন্ন স্তরে । সাধারণ মানুষের পাশাপাশি সেলেবরাও সামিল হয়েছেন সেবার উদ্যোগে । সেই স্রোতে এ বার পাড়ি দিলেন অনীক ধর । ফেসবুক লাইভে সে খবর জানিয়েছেন শিল্পী । উদ্যোগের নাম ‘বন্ধু আছি’ । এই উদ্যোগে অনীকের পাশে আছে শহরের এক নামী ক্লাব ও অন্য একটি সংস্থা ।
ঠিক করা হযেছে, প্রতিদিন পনেরো জন কোভিড আক্রান্তকে দু বেলা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার পৌঁছে দেওযা হবে সম্পূর্ণ বিনামূল্যে । আপাতত গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর এই সেবা দেওয়া হবে । প্রাথমিক ভাবে পনেরো জনের কথা বলা হলেও পরে এই সংখ্যা বাড়ানো হতে পারে পরিস্থিতি বুঝে , জানিয়েছেন গায়ক ।
advertisement
পরিষেবা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে । হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আধারকার্ড এবং কোভিড পজিটিভ রিপোর্টের ছবি । খাবারের প্রয়োজনের কথা জানাতে হবে চব্বিশ ঘণ্টা আগে, বেলা বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে । তার পর স্বেচ্ছাসেবকরা নির্দিষ্ট ঠিকানায পৌঁছে দেবেন খাবারের প্যাকেট ।
advertisement
অনীকের কথায়, এই পরিস্থিতিতে অক্সিজেন ও ওষুধের প্রয়োজন তো আছেই । কিন্তু যাঁদের হাসপাতালে যেতে হচ্ছে না, বাড়িতেই নিভৃতবাসে আছেন, তাঁদের ক্ষেত্রে রান্না করা বড় সমস্যা । বিশেষ করে ভাবনাচিন্তা করা হয়েছে প্রবীণ নাগরিকদের কথা । যাঁদের ছেলেমেয়েরা কর্মসূত্রে প্রবাসী । এরকম আর্তদের পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছে ‘বন্ধু আছি’ . শিল্পীর আর্জি, আরও অনেকে স্বেচ্ছাসেবী হয়ে এগিয়ে আসুন এই উদ্যোগে ।
advertisement
অনীকের পরিবারেও হানা দিয়েছে করোনা ভাইরাস । তাঁর দাদু এই রোগে আক্রান্ত । সেই পরিস্থিতিতেও শিল্পী অগ্রণী হয়েছেন অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ।
ইতিমধ্যেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন কোভিড আক্রান্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার । দেবের রেস্তরাঁ থেকেও কোভিড রোগীদের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে । বিপন্ন সময়ে মানুষের পাশে ভরসা হয়ে দাঁড়াচ্ছে টলিপাড়ার বিনোদনদুনিয়া ।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিড আক্রান্তদের পাশে 'বন্ধু' অনীক, নিখরচায় রোগীর বাড়িতে পৌঁছে যাবে খাবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement