অমিতাভের রবি প্রণাম ! ঠাকুরের জন্মদিনে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানালেন বিগবি !
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কারণে অকারণে ভাললাগার অন্য নামই রবীন্দ্রনাথ ঠাকুর
#মুম্বই: রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন বাঙালির কাছে কোনও অংশে উৎসবের থেকে কম নয় ৷ রবীন্দ্রনাথ বাঙালির কাছে এক বিপুল শক্তি, যে শক্তি বলেই বাঙালি আজ বিশ্বজয়ী হয়েছে ৷ শুধুই বাঙালিদের মধ্যে নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথের ব্যাপ্তি ৷ রবীন্দ্রনাথ প্রাণের ঠাকুর ৷ তাঁর প্রতি সবারই অধিকার আছে ৷ রবীন্দ্রনাথের কাছে কোনও সীমাবদ্ধতা নেই ৷
T 3524 - Greetings on this day the Birth Anniversary of Gurudev RabindraNath Tagore .. Poet, writer, philosopher , creator of educational institutions , of eminence .. writer of the National Anthem .. शत शत नमन pic.twitter.com/vGQcwZ2jvx
— Amitabh Bachchan (@SrBachchan) May 7, 2020
advertisement
advertisement
সীমার মাঝেই তিনি অসীম, অপার ৷ সারা দেশে লকডাউনের কারণে আলাদা করে পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে কোনও জলসা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি ঠিকই তবে থেমেও নেই রবীন্দ্র বন্দনা ৷ যে যাঁর মত করে রবীন্দ্রনাথের আরাধনা করেছেন বাড়িতে বসেই ৷ ছোট গ্রাম থেকে শহর, গলি থেকে রাজপথ রবীন্দ্রনাথ সবারই ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি নিজের মত করেই প্রাণের ঠাকুরের পুজো করেছেন ৷
advertisement
লতা মঙ্গেশকর থেকে অনুপম খের, এমনকী বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন করেছেন রবীন্দ্র প্রণাম ৷ ট্যুইটারে একটি পোস্ট করে গুরুদেবকে প্রণাম করেছেন। তিনি লিখেছেন "আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। তিনি একাধারে কবি, লেখক, দার্শনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্রষ্টা। জাতীয় সঙ্গীত রচয়িতাকে আমার শত শত প্রণাম !"
view commentsLocation :
First Published :
May 08, 2020 11:21 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অমিতাভের রবি প্রণাম ! ঠাকুরের জন্মদিনে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানালেন বিগবি !

