#বর্ধমান: করোনা ভাইরাসের মহামারীর আবহে স্বস্তি বর্ধমান মেডিক্যাল কলেজে৷ ৫ ডাক্তার, একজন নার্স ও দুজন স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস নেগেটিভ এসেছে৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার রিপোর্ট এসেছে৷
করোনা নেগেটিভ এক ক্যান্টিন কর্মীরও৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডাক্তারের পরিবার করোনা আক্রান্ত৷ করোনায় আক্রান্ত হন ওই ডাক্তারও৷ ফলে ওই চিকিত্সকের সংস্পর্শে আসা আরও ৯ জনের করোনা টেস্ট হয়৷ এ দিন সেই রিপোর্ট এসেছে৷
জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিকেল একটি ইউনিট তৈরি করা হচ্ছে যেখানে করোনার পরীক্ষা করা হবে। দুএকদিনের মধ্যেই আইসিএমআর কর্তৃপক্ষ করোনা পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখবেন। তাদের পরিদর্শনের পর এ ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র মিলবে বলে আশা করা হচ্ছে।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রিয়েল টাইম আর টি পি সি আর মেশিন ছিল না। ওই মেশিন ছাড়া করোনা পরীক্ষা করা যাবে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগে ওই মেশিন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি নিয়ে ওই মেশিন জুলজি ডিপার্টমেন্ট থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও করোনা পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার হাতে ২০০টি কিটও এসে পৌঁছেছে। তবে পরবর্তী সময়ে আরও কিট আসবে।
এতদিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে তা কলকাতায় পাঠানো হচ্ছিল। সেখান থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। বর্ধমান মেডিকেল পরীক্ষা শুরু করা গেলে অনেক দ্রুত পরীক্ষার রিপোর্ট মিলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।