Coochbehar News: বনকর্মীদের নজরদারির মধ্যেই উধাও ৩০০ গাছ! কোচবিহারের 'ফুসফুস' শাল বাগানের বেহাল দশা

Last Updated:

শাল বাগান থেকে এত বিপুল পরিমাণে গাছ কেটে নেওয়ার কারণে রীতিমত ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠনগুলো।

+
কেটে

কেটে নেওয়া হয়েছে প্রায় তিনশো গাছ!

কোচবিহার: বিখ্যাত শাল বাগান থেকে একের পর এক গাছ কেটে নেওয়ায় ক্ষুব্ধ কোচবিহারের মানুষ। নামে শাল বাগান হলেও এখানে অন্যান্য আর‌ও অনেক গাছ আছে। সেখান থেকেই প্রায় ৩০০ গাছ কেটে নেওয়ার বিষয়টি সম্প্রতি নজরে এসেছে। বন কর্মীদের পাহারা সত্বেও কীভাবে এত বিপুল সংখ্যক গাছ কেটে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দীর্ঘ সময় ধরে কোচবিহার শহরের ফুসফুস রূপে চিহ্নিত এই শাল বাগান। শহরের মধ্যে এমন একটি শান্ত এবং নিরিবিলি জায়গা সকলেরই পছন্দের। এখানে আজও পাখির ডাক শুনতে পাওয়া যায়। এছাড়াও দিনের বেলাতেও এখানে শিয়াল ঘুরে বেড়াতে দেখা যায়। বছর পাঁচেক আগে এই শালবাগানকে আরও ঘন করতে এখানে বেশ কিছু চারা গাছ লাগানো হয়েছিল। ইতিমধ্যেই সেই গাছগুলি অনেকটাই বড় হয়ে ওঠে। কিন্তু সেই আনন্দ ৩০০ গাছ কাটার সংবাদে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে।
advertisement
advertisement
শাল বাগান থেকে এত বিপুল পরিমাণে গাছ কেটে নেওয়ার কারণে রীতিমত ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠনগুলো। কোচবিহারের পরিবেশকর্মী অর্ধেন্দু বণিক বলেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে এই শাল বাগানে বেশ অনেকগুলি গাছ লাগানো হয়েছিল। এই গাছ গুলির সুরক্ষা দেওয়ার জন্য নিয়মিত বন দফতরের কর্মীরা পাহারা দিতেন এখানে। তবে হঠাৎ করেই বনকর্মীরা লক্ষ্য করেন তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। তবে এত বিপুল পরিমাণে গাছ কীভাবে কেটে নেওয়া হল? এবং সেটা কেনো বনকর্মীদের নজরে এল না সেই প্রশ্ন তোলেন অর্ধেন্দুবাবু।
advertisement
আরেক পরিবেশকর্মী রকি সূত্রধর বলেন, বছর পাঁচেক আগে গাছ লাগানোর পর বন দফতরের কর্মীরা বেশ ভালই রক্ষণাবেক্ষণ করছিলেন। হঠাৎই এই গাছ কাটার বিষয়টি নজরে এসেছে। পরিবেশকর্মী এবং এলাকার সচেতন মানুষদের অনুমান, এই গাছ কাটার সঙ্গে বড় পাচার চক্র নয় বরং স্থানীয় বাসিন্দারা জড়িত। জ্বালানির কাঠ করবেন বলে তাঁরা এই গাছগুলি কেটে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে গোটা বিষয়টায় বনকর্মীদের গাফিলতি নিয়ে সরব হয়েছেন অনেকে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বনকর্মীদের নজরদারির মধ্যেই উধাও ৩০০ গাছ! কোচবিহারের 'ফুসফুস' শাল বাগানের বেহাল দশা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement