Cooch Behar News: তেজপাতা বিক্রি করেই ৪০ বছর পার! গোসানিমারীর তনাই বর্মনের জীবন কাহিনী অবাক করবে!

Last Updated:

ষাটোর্ধ্ব এই বৃদ্ধ তনাই বর্মন গত প্রায় ৪০ বছর ধরে তেজপাতা বিক্রি করে আসছেন।

+
title=

#দিনহাটা: তেজপাতা বিক্রি করেও মুনাফার মুখ দেখা সম্ভব। এবং এভাবেও রোজগার করে আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব সেটাই প্রণাম করেছেন গোসানমারীর এক বাসিন্দা। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এভাবেই অর্থ উপার্জন সংসার চালাচ্ছেন তনাই বর্মন নামের এক ব্যক্তি। দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভিতরকামতা গ্রামের বাসিন্দা এই তনাই বর্মন। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ তনাই বর্মন গত প্রায় ৪০ বছর ধরে তেজপাতা বিক্রি করে আসছেন। বাজারে এই তেজপাতা বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই চলছে স্ত্রী-সন্তান নিয়ে তার সংসার।
তনাই বর্মন জানান, "তিনি দিনহাটা মহকুমার সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে গাছশুদ্ধ তেজপাতা কিনে নিয়ে আসেন। তাতে এক একটি গাছের দাম গড়ে ৩০০ টাকা দিতে হয় তাকে। গড়ে তিন-চারটি গাছের কাঁচা পাতা দু-তিনদিনে শুকিয়ে বস্তাবন্দি করা হয়। এরপর শিলিগুড়ি সহ একাধিক তেজপাতার বাজারে নিয়ে গিয়ে সেই শুকনো পাতা বিক্রি করেন তিনি। শুকনো তেজপাতার কুইন্টাল প্রতি বাজারমূল্য গড়ে সাড়ে ৩ হাজার টাকা। সপ্তাহে তার পক্ষে ২ কুইন্টাল শুকনো পাতা বিক্রির জন্য প্রস্তুত করা সম্ভব হয়। একাজে তার গড়ে সপ্তাহে ৪ হাজার টাকার মতো উপার্জন হয়।"
advertisement
advertisement
এই ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে যে কেউ স্বনির্ভর হতে পারবেন বলেই তনাই বর্মন জানান। সামান্য পুঁজি বিনিয়োগে এভাবে দশকের পর দশক ধরে তেজপাতা বিক্রি করে উপার্জন করে সংসার চালানোর এঘটনা অন্ততপক্ষে সীমান্তবর্তী দিনহাটা মহকুমায় বিরল বলা চলে। তবে এই এই বয়সে এসেও তার যেনো কোন ক্লান্তি নেই। তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই তেজপাতা সংগ্রহ করে নিয়ে আসেন। নিজেই সেই তেজপাতা শুকিয়ে বস্তা বন্দী করে বাজারে নিয়ে বিক্রি করেন। তার বাড়ির লোকেদের বক্তব্য, \"তিনি এই কাজ করতে ভালোবাসেন। এবং এভাবেই তিনি রোজগার করে আসছেন দিনের পর দিন। তাই বাড়ির মানুষেরা তাকে আটকান না এই বিষয়ে। এলাকার প্রচুর মানুষেরাও দরকার পড়লেই তার কাছ থেকে তেজপাতা সংগ্রহ করে নিয়ে যান।\"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: তেজপাতা বিক্রি করেই ৪০ বছর পার! গোসানিমারীর তনাই বর্মনের জীবন কাহিনী অবাক করবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement