Samosa | Singara: ৮০ বছরের সিঙ্গাড়া দিদাকে চেনেন? ৫ টাকায় জোড়া সিঙ্গাড়া! ভাইরাল বৃদ্ধা!

Last Updated:

Samosa | Singara: ৫ টাকায় মিলছে জোড়া সিঙ্গাড়া! স্বাদে হার মানাবে সকলকে। ৮০ বছরের দিদার সিঙ্গাড়া খেতে ভিড় মানুষের! কী দিয়ে তৈরি হচ্ছে? জানুন

+
৫

৫ টাকায় জোড়া সিঙাড়া

#তুফানগঞ্জ: বয়স যে কেবমাত্র সংখ্যা! ইচ্ছে শক্তি ও কাজ করার অদম্য ইচ্ছের কাছে বয়স যে সবসময় হার মনে সেটা প্রমাণ করলেন তুফানগঞ্জ মহকুমা এলাকার এক বৃদ্ধা মহিলা। ৮০ বছর বয়স হয়ে গেলেও তিনি করে চলেছেন ফাস্ট ফুডের দোকান। তার দোকানে পাওয়া যাচ্ছে সিঙ্গাড়াথেকে শুরু করে আরও অনেক কিছু। তবে এই দোকানের আড়াই টাকার সিঙ্গাড়া জনপ্রিয় করে তুলেছে এই বৃদ্ধা মহিলা সুরবালা মণ্ডলকে। বানানোর সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে সব সিঙ্গাড়া। প্রায় ৩৫ বছর ধরে তিনি করছেন এই ফাস্ট ফুডের দোকান। তবে এই দোকান করার বিষয় নিয়ে তার কোন ক্লান্তি নেই।
সুরবালা মণ্ডল জানান, "এই বয়সে এসেও তার দোকান করতে কোন ক্লান্তি বোধ হয় না। বরং ভালই লাগে। সন্ধ্যে হলে প্রচুর মানুষ ভিড় জমায় তার দোকানে। নিজে হাতে সিঙ্গাড়া বানিয়ে ভেজে দেন তিনি। সেই সিঙ্গাড়া খেয়ে যখন সকলে তার প্রশংসা করে তা শুনতে বেশ ভাল লাগে তাঁর। যতদিন পর্যন্ত পারবেন এই ভাবেই দোকান করে যাবেন।" এলাকার এক স্থানীয় বাসিন্দা রূপক মণ্ডল বলেন, "এই বয়সে এসেও পাড়ার দিদা যে দোকান করছে সেটা দেখে বড়ই ভাল লাগে। এছাড়া সব চাইতে আকর্ষণের বিষয় হল দিদার হাতের তৈরি সিঙ্গাড়া। দাম মাত্র আড়াই টাকা তবে স্বাদ অপূর্ব। আমরা তো রোজ এসে এখানে সিঙ্গাড়া খেয়ে থাকি।"
advertisement
advertisement
৮০ বছর বয়সে এসেও সুরবালা মণ্ডল যে ফাস্ট ফুডের দোকান করেই সকলের মন জয় করে নিয়েছেন সেটা বলতে কোন দ্বিধা নেই। তবে শুধু মাত্র তুফানগঞ্জ মহকুমা এলাকায় নয়। গোটা কোচবিহার বর্তমানে এই সিঙ্গাড়া দিদার কথা জেনে গিয়েছে। তাই মাঝে মধ্যেই প্রচুর মানুষ শুধুমাত্র সিঙ্গাড়া খেতে আসছেন দূর থেকে তার দোকানে। তবে এটি বিষয়ে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেন না। উল্টে তার মুখে থাকে বৃদ্ধ বয়সের ছাপ যুক্ত একটা চওড়া হাসি। সকলের সঙ্গেই হাসি মুখে কথা বলতে বলতে কাজ করে চলেছেন তিনি। অনেকে আবার তাকে জিজ্ঞেস করেন দিদা এতটা বয়সে এসে তোমার এই দোকান করতে ইচ্ছে কেন করে। তার উত্তরে তিনি হাসি মুখে খালি একটা উত্তর দেন। যদি কাজ না করে ঘরে বসে থাকি তবে শরীর আরও বেশি খারাপ হয়ে পড়বে। হয়ত আর বেশিদিন বাঁচব না।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Samosa | Singara: ৮০ বছরের সিঙ্গাড়া দিদাকে চেনেন? ৫ টাকায় জোড়া সিঙ্গাড়া! ভাইরাল বৃদ্ধা!
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement