Rare Animal: মাছ ধরার জালে উঠে এল এই বিরল প্রজাতির প্রাণী! দেখতে উপচে পড়ল ভিড়!
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rare Animal:শুকারুর কুঠি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম দুপুর একটা নাগাদ বাড়ি থেকে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশে নদীতে যান
সার্থক পণ্ডিত, সাহেবগঞ্জ: দিনহাটার সীমান্তবর্তী এলাকা শুকারুর কুঠি। তার কিছুটা দূর দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশের নীলকমল নদী। আর সেই নদীতেই মাছ ধরতে গিয়ে জালে উঠে এল এক বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “শুকারুর কুঠি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম দুপুর একটা নাগাদ বাড়ি থেকে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশে নদীতে যান। তার পর মাছ ধরার সময় জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান জালে আটকে রয়েছে একটি কচ্ছপ। তড়িঘড়ি তিনি ওই কচ্ছপটিকে বাড়িতে নিয়ে এসে সাহেবগঞ্জ থানায় যোগাযোগ করেন। থানা থেকে খবর পাঠানো হয় পরিবেশপ্রেমী তপনকুমার দেবকে। কিছু ক্ষণের মধ্যেই রফিকুল ইসলামের বাড়িতে ছুটে যান তপনকুমার দেব।
কচ্ছপটিকে দেখে তপন কুমার দেব জানান, ‘‘এই কচ্ছপটির নাম দেশি কড়ি কাইট্টা বা কড়ি কাইট্টা। এবং এই কচ্ছপটির ইংরেজি নাম Indian roofed turtle। এই কচ্ছপটি বর্তমানে দুর্লভ ও সংরক্ষিত একটি প্রজাতি। মূলত অবৈধ ভাবে এই কচ্ছপ পাচারের ব্যবসা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই কচ্ছপটির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এদের জীবন কাল হয় ১২ থেকে ১৫ বছরের। এটি সাধারণত বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভারতের বেশ কিছু অংশে পাওয়া যায়। এবং এটি একটি শান্ত জলের কচ্ছপ। এই কচ্ছপ গুলি মূলত জলজ উদ্ভিদ (যেমন- জলের হাইসিন্থ এবং আগাছা) এবং কাঁকড়া ও শামুক খেয়ে থাকে।’’
advertisement
advertisement
তপন কুমার দেব আরও জানান, ‘‘ তবে জালে ধরা পড়া কচ্ছপটির ওজন প্রায় দেড়শো গ্রাম। তাই অনুমান করা হচ্ছে যে এটি একটি শিশু। এই কচ্ছপের বাচ্চাটিকে নীলকমল নদী থেকে ধরা হয়েছিল। তাই প্রাণীটিকে পুনরায় নীলকমল নদীতেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনুমান করা হচ্ছে এই নদীতে এই কচ্ছপের আরও ছোট বাচ্চা থাকতে পারে। তবে যাতে এই কচ্ছপগুলির ক্ষতি না করা হয়, সেই বিষয়ে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। কচ্ছপগুলির দিকে বিশেষ ভাবে নজর রাখার কথাও বলেন তিনি স্থানীয়দের।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 10:33 PM IST