হোম /খবর /ক্রাইম /
১৫ হাজার বোতল এই ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছিল! তারপর...

Coochbehar News: বাংলাদেশে পাচারের ঠিক আগে ভিন রাজ্যের গাড়ি থেকে উদ্ধার বিপুল ফেনসিডিল

পুলিশি অভিযানে উদ্ধার নিষিদ্ধ সিরাপ

পুলিশি অভিযানে উদ্ধার নিষিদ্ধ সিরাপ

কোচবিহারের পরিচিত রুট দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। কিন্তু পুলিশের তৎপরতায় ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে উদ্ধার হল ১৫ হাজার নিষিদ্ধ সিরাপের শিশি!

  • Share this:

কোচবিহার: পুলিশের অভিযান আবারও উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল কফ সিরাপ! কত বোতল এই নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে শুনলে চমকে যাবেন। মাথাভাঙার নিশিগঞ্জ থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে!

গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ। তারপর চালানো হয় তল্লাশি। গাড়ির ভেতর পাওয়া যায় ট্যালকম পাউডারের কার্টুন। তার মধ্যেই লুকিয়ে রাখা ছিল ফেনসিডিল সিরাপের বোতলগুলো।

নিষিদ্ধ এই মাদক কফ সিরাপ পাচার করার ঘটনায় গাড়ির চালক, খালাসি সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল সুরেশ সিং, বয়স ৩৯ বছর। বাড়ি উত্তরাখণ্ডের কাশিপুরে। রাজু সিং, বয়স ৪২ বছর। এর‌ও বাড়ি উত্তরাখণ্ডের কাশিপুর এলাকায়। মহম্মদ আমান, বয়স ১৯ বছর। এই তৃতীয় ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। শুক্রবার দুপুরে মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ বিষয়টি তথ্য সহ সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান, ধৃতদের মধ্যে দু'জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: বেহাল বাঁশের সেতু দিয়েই ঝুঁকির পারাপার! যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা

ফেনসিডিল কফ সিরাপ ব্যবহার করা ভারতের বুকে সম্পূর্ন নিষিদ্ধ। তাই এই সিরাপ সাধারণত বাংলাদেশে পাচার করা হয়ে থাকে। কারণ এই সিরাপ নেশার দ্রব্য হিসেবে বাংলাদেশে ব্যাপক প্রচলিত। কোচবিহার একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা। তাই এই নিষিদ্ধ সিরাপ পাচারের জন্য এই রুট ব্যবহারের চেষ্টা করে পাচারকারীরা। তবে পুলিশি তৎপরতার জেরে বেশিরভাগ সময় পাচারের চেষ্টা ভেস্তে যায়। তবে এবার উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ফেনসিডিল সিরাপ উৎপাদনের সঙ্গে কারা জড়িয়ে আছে তা খুঁজে বের করতে মরিয়া পুলিশ।

সার্থক পণ্ডিত

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Bangladesh, Coochbehar News, Cough Syrup, Smuggling