Coochbehar News: বাংলাদেশে পাচারের ঠিক আগে ভিন রাজ্যের গাড়ি থেকে উদ্ধার বিপুল ফেনসিডিল

Last Updated:

কোচবিহারের পরিচিত রুট দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। কিন্তু পুলিশের তৎপরতায় ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে উদ্ধার হল ১৫ হাজার নিষিদ্ধ সিরাপের শিশি!

পুলিশি অভিযানে উদ্ধার নিষিদ্ধ সিরাপ
পুলিশি অভিযানে উদ্ধার নিষিদ্ধ সিরাপ
কোচবিহার: পুলিশের অভিযান আবারও উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল কফ সিরাপ! কত বোতল এই নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে শুনলে চমকে যাবেন। মাথাভাঙার নিশিগঞ্জ থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে!
গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ। তারপর চালানো হয় তল্লাশি। গাড়ির ভেতর পাওয়া যায় ট্যালকম পাউডারের কার্টুন। তার মধ্যেই লুকিয়ে রাখা ছিল ফেনসিডিল সিরাপের বোতলগুলো।
নিষিদ্ধ এই মাদক কফ সিরাপ পাচার করার ঘটনায় গাড়ির চালক, খালাসি সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল সুরেশ সিং, বয়স ৩৯ বছর। বাড়ি উত্তরাখণ্ডের কাশিপুরে। রাজু সিং, বয়স ৪২ বছর। এর‌ও বাড়ি উত্তরাখণ্ডের কাশিপুর এলাকায়। মহম্মদ আমান, বয়স ১৯ বছর। এই তৃতীয় ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। শুক্রবার দুপুরে মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ বিষয়টি তথ্য সহ সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান, ধৃতদের মধ্যে দু'জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
advertisement
ফেনসিডিল কফ সিরাপ ব্যবহার করা ভারতের বুকে সম্পূর্ন নিষিদ্ধ। তাই এই সিরাপ সাধারণত বাংলাদেশে পাচার করা হয়ে থাকে। কারণ এই সিরাপ নেশার দ্রব্য হিসেবে বাংলাদেশে ব্যাপক প্রচলিত। কোচবিহার একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা। তাই এই নিষিদ্ধ সিরাপ পাচারের জন্য এই রুট ব্যবহারের চেষ্টা করে পাচারকারীরা। তবে পুলিশি তৎপরতার জেরে বেশিরভাগ সময় পাচারের চেষ্টা ভেস্তে যায়। তবে এবার উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ফেনসিডিল সিরাপ উৎপাদনের সঙ্গে কারা জড়িয়ে আছে তা খুঁজে বের করতে মরিয়া পুলিশ।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বাংলাদেশে পাচারের ঠিক আগে ভিন রাজ্যের গাড়ি থেকে উদ্ধার বিপুল ফেনসিডিল
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement