Coochbehar News: বেহাল বাঁশের সেতু দিয়েই ঝুঁকির পারাপার! যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা

Last Updated:

দিনের পর দিন বাঁশের সেতু খারাপ হয়ে পড়ে আছে। হেলদোল নেই প্রশাসনের। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে একটা কোন‌ও ফায়সালা চাইলেন এলাকার মানুষ

+
দীর্ঘ

দীর্ঘ সময় ধরে বেহাল দশা সেতুর! ঝুঁকি নিয়ে যাতায়াত স্থানীয় বাসিন্দাদের!

কোচবিহার: দীর্ঘ সময় ধরে বেহাল অবস্থা সেতুর! বারংবার জানানো হয়েছে প্রশাসনিক কর্তাদের। তবুও লাভ হয়নি কিছুই। বাধ্য হয়ে বর্তমানে বেহাল সেতু দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার করছেন দিনহাটার বাসিন্দাদের একাংএ। এতে তাঁদের কষ্ট হচ্ছে প্রচন্ড। কবে এই দুর্দশার অবসান হবে? এলাকার মানুষের কাছে অবশ্য এর কোন‌ও উত্তর নেই। বর্তমানে এই কষ্ট বুকে নিয়েই চলাচল করতে হচ্ছে বিপজ্জনক পথ দিয়ে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে সেতু সংস্কারের দাবি জোরালো হয়ে উঠেছে। এলাকার মানুষের আশঙ্কায় যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতুটি।
এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় আছে। অনেক ছেলেমেয়ে এই সেতু দিয়ে নদী পেরিয়ে স্কুলটিতে পড়তে আসে। এই সেতুর কারণে তাদের নিয়ে সব সময় আশঙ্কায় থাকেন অভিভাবকরা। এই বিষয়ে প্রাথমিক স্কুলের শিক্ষক রিপুঞ্জয় দেব বলেন, "নাড়িয়ার কুঠি এলাকা থেকে লক্ষ্মীর বাজারে যাওয়ার সব চাইতে সহজ পথ এই বাঁশের সেতু। এই সেতুর দীর্ঘ সময় ধরে বেহাল দশা। একটা সময় এখান দিয়ে বাইক চলাচল করতে পারত। বর্তমানে এই পথে হেঁটে চলাচল করতেও ভয় পান এলাকার মানুষ। স্কুলের প্রচুর ক্ষুদে পড়ুয়া এবং মিড ডে মিলের রাঁধুনীরা এই পথেই স্কুলে আসে। বারবার সেতু সারানোর দাবি জানিয়েও ফল হয়নি। যেকোনও সময় এখানে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা আছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারের কাছে আবেদন তাঁরা দ্রুত এই সেতু সংস্কারের কাজটি করুন।"
advertisement
advertisement
এই সেতু সংস্কারের বিষয় নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান স্থানীয় পঞ্চায়েতের কর্তারা। তবে দিনের পর দিন এই চরম অবহেলা আর মেনে নিতে রাজি নন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রীতিমত ক্ষুব্ধ‌। এলাকার বাসিন্দারা ক্ষোভের সুরে বলেন, "এই সেতু দিয়েই চলাচল করে নদীর দুই পাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ। তবুও সরকারিভাবে বিন্দুমাত্র নজর দেওয়া হচ্ছে না। সরকারি অন্যান্য এলাকায় নানান কাজ করলেও এই কাজটি করা হচ্ছে না। দ্রুত এই কাজ করার বিষয়ে যদি তৎপর না হয় স্থানীয় প্রশাসনিক মহল। তবে আগামীতে বড়সড় আন্দোলনের পথে নামবেন এলাকার বাসিন্দারা।"
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বেহাল বাঁশের সেতু দিয়েই ঝুঁকির পারাপার! যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement