Cooch Behar News: সীমাহীন ঝুঁকি! সাইকেল নিয়ে রেল ব্রিজ পারাপার ব্যক্তির! ট্রেনের ধাক্কায় মুহূর্তে সব শেষ!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
বেপরোয়াভাবে রেল ব্রিজ পারাপারের মাশুল। ঘুঘুমারি এলাকায় রেলব্রিজে বামনহাট গামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় নদীতে ছিটকে পড়েন এক ব্যক্তি। মুহূর্তেই নদীতে তলিয়ে যান।
কোচবিহার: সাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণ রেলব্রিজ পারাপার। আর তাতেই ঘটে গেল বিপত্তি। রেল ব্রিজ পারাপার হওয়ার সময় আচকাই পেছন থেকে ট্রেনের ধাক্কা। ধাক্কা লেগে নদীতে পড়ে গেলেন ব্যক্তি। রেল লাইনে পড়ে রইল দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে,”শুক্রবার ঘুঘুমারি এলাকায় রেলব্রিজে বামনহাট গামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় নদীতে ছিটকে পড়েন এক ব্যক্তি। মুহূর্তেই নদীতে তলিয়ে যান সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নদীতে পড়ে যাওয়ার পর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। এলাকার স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করলেও মেলেনি তাঁর দেহ।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ।” কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে,”দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির মৃতদেহ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে মৃতদেহের খোঁজে তল্লাশি চলছে নদীর বুকে।” তবে এই রেল দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাধারণ মানুষের বেপরোয়া মনোভাব।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2024 2:38 PM IST

