Panchayat Election 2023: মধ্যরাতে বিরাট আতঙ্ক! চলল তীব্র বোমাবাজি, পঞ্চায়েত ভোটের আগে অগ্নিগর্ভ দিনহাটা
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
কল্যাণ বর্মনের বাড়িতে বোমাবাজির অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গভীর রাতে বোমাবাজির ঘটনায় আচমকাই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা।
দিনহাটা: পঞ্চায়েত ভোট দোড়গোড়ায় চলে এসেছে। ঠিক তার আগেই বোমাবাজিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনহাটার বিভিন্ন গ্রাম এলাকা। গতকাল রাতে দিনহাটা ১ নং ব্লকের আটিয়াবাড়ি খারিজা গীতালদহ গ্রামের তৃণমূল কর্মী কল্যাণ বর্মনের বাড়িতে বোমাবাজির অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গভীর রাতে বোমাবাজির ঘটনায় আচমকাই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা। রাতের মধ্যেই দিনহাটা থানার পুলিশ এলাকায় পৌঁছে ফেটে যাওয়া বোমার অবশিষ্টাংশ সহ একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘আটিয়াবাড়ী খারিজা গিতালদহ গ্রামের ৬ এর ৪৩ নং বুথের তৃণমূল নেতা কল্যাণ বর্মন। গতকাল তৃণমূল প্রার্থী পদের জন্য ডিসিআর কেটে বাড়িতে এসেছিলেন তিনি। আজ তার নমিনেশন পত্র জমা দেওয়ার কথা। বাড়ি আসার পর গতকাল রাত দুটো নাগাদ তার বাড়ির সামনে তীব্র বোমাবাজি শুরু করে এক দল দুষ্কৃতী। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি কল্যান বর্মন। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে পৌঁছেছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। একটি তাজা বোমা উদ্ধার করার পাশাপাশি ফেটে যাওয়া বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ।’
advertisement
advertisement
বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষেরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। দিনহাটা পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ‘আটিয়াবাড়ী খারিজা গিতালদহ গ্রামের বাসিন্দা কল্যাণ বর্মনের বাড়ির সামনে গতকাল রাতে তীব্র বোমাবাজির অভিযোগ আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ফেটে যাওয়া বোমার অংশ এলাকার থেকে পাওয়া গিয়েছে। বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।’
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2023 4:32 PM IST










