কোচবিহার: ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাইক আরোহীর, গুরুতর জখম আরও দু’জন। ব্যস্ত রাস্তায় হঠাৎ এসে পড়া একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। আর তার জেরেই এই প্রাণহানির ঘটনা। মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কের উপর বেঙ্গলদই এলাকায় শনিবার দুপুরে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গোধূলির আলোয় ঢেকেছে সার্কাস, তাঁবু গোটানোর ডাক পড়েছে
ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার এই ভয়াবহতায় চমকে উঠেছে গোটা কোচবিহারের মানুষ। সূত্রের খবর, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জনকে স্থানীয়রাই দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের অবস্থার অবনতি ঘটলে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় মৃত যুবকের নাম সৈকত সাহা। তাঁর বাড়ি মাথাভাঙার পঞ্চানন মোড়ে। আহতদের নাম সুভাষ দাস ও অমিত দাস।
স্থানীয়রা জানিয়েছেন, দুটি বাইকেই বেপরোয়া গতিতে আসছিল। আচমকা রাস্তার ওপর একটি ছাগল চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত দুই যুবকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তবে তাঁদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
সার্থক পণ্ডিত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike Accident, Coochbehar News, Death, Goat, Mathabhanga, Road Accident