Openbill Stork Bird: জেলায় দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে 'এই' পাখি! দেখতে ভিড় পাখিপ্রেমীদের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
কোচবিহার শহরে বাসা বেঁধেছে ঝাঁকে ঝাঁকে শামুকখোল। পাখি দেখতে আর ছবি তুলতে ভিড় জমাচ্ছেন পাখিপ্রেমীরা।
কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের আইটিআই মোড় এলাকা। এখানেই বেশ কিছু বড় বড় গাছের মধ্যে বাসা বাঁধছে এক বিশেষ ধরনের পাখি। বছরের অন্যান্য সময় এই পাখিগুলিকে এখানে দেখতে না পাওয়া গেলেও এই মরসুমে এই পাখিগুলি দেখা যায়। এই পাখি গুলির নাম “শামুক খোল পাখি” বা ইংরেজিতে এই পাখির নাম “Openbill Stork”।
এই পাখি গুলি দীর্ঘদিন এখানে এসে বাসা বেঁধে থাকে এবং ডিম দেয়। তারপর সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা বড় হলে শামুক খোল পাখিরা আবারও এখান থেকে চলে যায়। কোচবিহারের এক পাখি অভিজ্ঞ ব্যক্তি অর্ধেন্দু বনিক জানান,”এই পাখি গুলি মূলত ছোট মাছ ও শামুক, গেরি ও গুগলি খায়। বর্ষার মরশুমে এই পাখি দেখার আকর্ষণে বহু মানুষ ছুটে আসেন কোচবিহার শহরে।”
advertisement
advertisement
এক নিয়মে পাখিরা প্রতিবছর এখানে আসে। আবার একটা সময় পর এখান থেকে উড়ে চলে যায় অন্যত্র। এই নিয়মের কোনও পরিবর্তন হয়নি আজও। তাইতো এই পাখিদের নিয়ে পাখি প্রেমীদের মধ্যে কৌতূহলের শেষ থাকে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বহু মানুষ এই পাখিদের ছবি কিংবা পাখি দেখতে যান এই এলাকায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 1:29 PM IST
