Kali Puja 2023: হাতে গোনা কদিন বাকি কালীপুজোর! চরম ব্যস্ততা কুমোরপাড়ায়
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
Last Updated:
কোচবিহারে এই বছর বেশ কয়েকটি বিগ বাজেটের ও থিমের কালী পুজো রয়েছে। মূলত সেই কারণে, দিন রাত এক করে মূর্তি তৈরির কাজ করে চলেছেন প্রতিমাশিল্পীরা।
কোচবিহার: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লক্ষ্মী পুজোর পর্ব। কালী পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। সেই কারণেই দারুন কর্মব্যস্ততা চলছে কোচবিহারের প্রায় সব কুমোরটুলিতে। কোচবিহার জেলার এই বছর বেশ কয়েকটি বিগ বাজেটের ও থিমের কালী পুজো হওয়ার সম্ভবনা রয়েছে। মূলত সেই কারণে, দিন রাত এক করে মূর্তি তৈরির কাজ করে চলেছেন প্রতিমা কারিগরেরা। প্রতি বছরের মতন এই বছরেও পুজোর সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে জেলায়। তাই প্রতিমা বানানোর চাপ ও রয়েছে এই বছর বেশ অনেকটাই বেশি। মূলত সেই কারণেই দুর্গা পুজোর সময় থেকেই কালী প্রতিমার কাজ শুরু করেছেন অনেক প্রতিমা কারিগরেরা।
কোচবিহারের কুমোরটুলির প্রতিমা কারিগর পুলোক পাল জানান,”এই বছর তাঁরা অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছেন কালী পুজোর উপলক্ষ্যে। সেই জন্য মূর্তি তৈরির ব্যস্ততাও চলছে প্রচুর পরিমাণে। জেলার মধ্যে এবার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে। ইতিমধ্যেই সেগুলির প্রতিমার অর্ডার এসে গিয়েছে কুমোরটুলিতে। এই সমস্ত প্রতিমার দাম শুরু হচ্ছে সত্তর হাজার থেকে। তবে জেলার পাশাপশি পাশের জেলার ও বিগ বাজেটের কিছু প্রতিমার অর্ডার এসেছে। সেগুলির ও কাজ করতে হচ্ছে দ্রুত গতিতে। পুজোর আগেই সমস্ত প্রতিমা দিয়ে দিতে হবে পুজো কমিটি গুলিকে। তাই দিন রাত এক করে চলছে কাজ। একপ্রকার নাওয়া-খাওয়ার ও সময় হয়ে উঠছে না।”
advertisement
advertisement
কোচবিহারের কুমোরটুলির আরেকজন প্রতিমা শিল্পী সুজিত পাল জানান,”এবার তাঁরা মোট ৮০টি থেকে ৯০টি প্রতিমা তৈরি করেছেন। এবার কোচবিহারের অনেক জায়গায় বিগ বাজেটের দুর্গা পুজো হয়েছে। সেই সব ক্লাব গুলিতেও একটি করে ছোটো প্রতিমার অর্ডার এসেছে। তাঁর পাশাপাশি কোচবিহারের এবার অনেক গুলি বিগ বাজেটের কালী পুজোর দেখা মিলতে চলছে। ইতিমধ্যেই বিগ বাজেটের প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। এই বিগ বাজেটের প্রতিমা গুলির দাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে রয়েছে সত্তর হাজার পর্যন্ত রয়েছে।” মূলত বিগ বাজেটের মূর্তি তৈরির কারণেই কোচবিহারের সমস্ত প্রতিমা কারখানা গুলিতে কর্মব্যস্ততা রয়েছে একেবারে চরমে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 6:07 PM IST