Cooch Behar News: হেরিটেজ শহরে আজ আবর্জনার পাহাড়! পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন!

Last Updated:

হেরিটেজ শহর কোচবিহারের বেহাল দশা। আবর্জনার পাহাড় ‌যত্রতত্র। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা।

+
জমে

জমে থাকা নোংরা আবর্জনার স্তূপ

কোচবিহার: কোচবিহার সদর শহরের মাঝেই জমে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেশিরভাগ এলাকায়। নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার স্থানীয় মানুষদের নোংরা জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে। কোচবিহারের হরিশপাল চৌপথি সংলগ্ন এলাকা। এখানে প্রচুর ডাক্তারের চেম্বার থেকে শুরু করে অন্যান্য দোকান রয়েছে।
রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সারাদিন আনাগোনা করে এই এলাকা দিয়ে। আর এই এলাকার নোংরা আবর্জনার কারণে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। এলাকার স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান,”দীর্ঘ সময় ধরে বারংবার কোচবিহার পুরসভাকে এই বিষয় নিয়ে জানানো হচ্ছে। তবে কোনও লাভ হয়নি।”
advertisement
advertisement
এখনও পর্যন্ত নোংরা আবর্জনা পরিষ্কার করা দূরে থাক। একটা শৌচালয় পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি পুরসভার পক্ষ থেকে। অভি‌যোগ স্থানীয়দের। তবে এই বিষয় নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন,”গোটা বিষয়টি তার নজরে রয়েছে। অতি দ্রুত এলাকা সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।” তবে প্রতিনিয়ত এই এলাকায় এই সমস্যা বাড়তে থাকার কারণে ক্ষোভ জমতে শুরু করেছে এলাকার মানুষের মধ্যে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: হেরিটেজ শহরে আজ আবর্জনার পাহাড়! পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন!
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement