Cough And Cold Remedy: সর্দি-কাশি, বুকে জমা কফে আর ভুগতে হবে না, সহজ ৭ টোটকাতেই ঋতু পরিবর্তনের সময় আপনি 'ফিট অ্যান্ড ফাইন'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঋতু পরিবর্তনের এই সময়টায় ঘরে ঘরে সর্দি-কাশি, বুকে কফ জমার সমস্যা দেখা দেয়। শুরুতে অনেকেই বিষয়টা অবহেলা করেন আর তাতেই ফল হয় মারাত্মক! সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শ্বাসযন্ত্রে। কাজেই প্রথম থেকেই সচেতন হন! গাদাগাদা অ্যান্টিবায়োটিক নয়, ঘরোয়া উপায়ে হারিয়ে দিন ঠান্ডা লাগার সমস্যাকে--
advertisement
হলুদ-- হলুদে থাকা কারকুমিন নামের উপাদান বুকের জমা কফ, শ্লেষ্মা দূর করে বুকে ব্যথা, শ্বাসকষ্ট দ্রুত কমিয়ে দেয়। হলুদের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ও বুকের খুসখুসানি, জ্বালা, ব্যথা দূর করে। এক গ্লাস উষ্ণ জলে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন গার্গল করুন। পাশাপাশি, এক গ্লাস দুধে আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। এর মধ্যে মেশান দু’ চা চামচ মধু এবং এক চিমটে গোল মরিচগুঁড়ো। দিনে ২-৩ বার এই মিশ্রণ পান করলে বুকে জমা কফ বার হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







