এলাহী 'ভোজ' তো...! হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের 'মেনুতে' কী কী থাকছে জানেন? চমকে দেবে তালিকা!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Vande Bharat Sleeper Menu: বন্দেভারতের প্রথম স্লিপার ট্রেনে পরিবেশিত খাবারেও দুই রাজ্যের স্বাদই চোখে পড়বে। নতুন স্লিপার ট্রেনের যে মেনু প্রকাশ্যে এসেছে, জানা গিয়েছে, তাতে থাকবে পশ্চিমবঙ্গ এবং অসম— এই দুই রাজ্যেরই ঐতিহ্যশালী সব পদ আর লোভনীয় সব খাবারদাবার।
আগামী ২২ তারিখ থেকে যাত্রী নিয়ে ছুটবে দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন। গত ১৭ জানুয়ারি ট্রেনটির উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সাধারণের জন্য ট্রেন ছুটবে ট্র্যাকে। এই প্রথম ট্রেনটি চলবে হাওড়া-কামাখ্যা রুটে। বন্দে ভারত স্লিপারের হাত ধরে আবারও রেলপথে জুড়বে দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং অসম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাতে বন্দে ভারতের যাত্রীদের কী দিয়ে আপ্যায়ন করবে ভারতীয় রেল, তার মেনু জানিয়েছেন, খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, হাওড়া থেকে যে ট্রেনটি কামাখ্যার দিকে রওনা হবে, তাতে থাকবে বাঙালি খাবার দাবার। আর কামাখ্যা থেকে যেটি হাওড়ায় ফিরবে, তার মেনুতে থাকবে অসমের খাবার। তাই সবমিলিয়ে আকর্ষণীয় ভোজ যে বন্দে ভারত ট্রেনটির জনপ্রিয়তার অন্যতম কারণ হতে পারে, তেমনই মনে করছেন বিশেষজ্ঞ মহল।






