Coochbehar News: ট্রাকের ধাক্কায় ভাঙল কোচবিহার রাজবাড়ির ছোট গেট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহার রাজবাড়ির পেছনের দিকে দেবী বাড়ি এলাকায় এই ছোট গেট অবস্থিত। সেই ছোট গেট সংস্কারের কাজ চালায় সকলেই খুশি ছিল। কিন্তু হঠাৎ করেই তা এভাবে ভেঙে যাওয়াটা মেনে নেওয়া যায় না।
কোচবিহার: কিছুদিন আগেই কোচবিহার রাজবাড়ির ছোট গেটের সংস্কার কাজ শুরু হয়। দ্রুতগতিতে চলছে সেই কাজ। তারই মাঝে ঘটল বড়সড় বিপত্তি। গুয়াহাটি থেকে ফালাকাটাগামী একটি ট্রাকের ধাক্কায় ভেঙে গেল রাজবাড়ির ঐতিহ্যবাহী ছোট গেট! রাতের অন্ধকারে গোটা বিষয়টি ঘটায় তা শহরের মানুষ টের পাননি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযুক্ত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
কোচবিহারের মানুষের কাছে আজও রাজবাড়ির আবেদন অনস্বীকার্য। তাঁদের জাতি পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোচ রাজাদের এই ঐতিহ্যবাহী বাড়ি। সেখানকার ঐতিহ্যমন্ডিত ছোট গেট ভেঙে যাওয়ায় মানসিকভাবে ধাক্কা খেয়েছেন বহু মানুষ। সেই বিষয়টি ফুটে উঠল স্থানীয় বাসিন্দা আরাফাত আলির কথায়। তিনি জানান, কোচবিহার রাজবাড়ির পেছনের দিকে দেবী বাড়ি এলাকায় এই ছোট গেট অবস্থিত। সেই ছোট গেট সংস্কারের কাজ চালায় সকলেই খুশি ছিল। কিন্তু হঠাৎ করেই তা এভাবে ভেঙে যাওয়াটা মেনে নেওয়া যায় না।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সংস্কার কাজের দায়িত্ব থাকা পিডব্লিউডি-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানান, ট্রাকের ধাক্কায় গেটের নির্মীয়মাণ স্তম্ভের ওপরের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাঙা অংশকে ঠিক করতে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। ফলে গোটা বিষয়টি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে ক্ষতি হলেও এর প্রভাব বেশি হবে না বলে জানিয়েছেন তিনি।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 3:08 PM IST
