Cooch Behar News: বানেশ্বর শিব দিঘী থেকে পাঁচটি অসুস্থ দুর্লভ প্রজাতির সফট শেল কচ্ছপ উদ্ধার

Last Updated:

কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে বানেশ্বর শিব দিঘি। এই দিঘির অন্যতম প্রধান আকর্ষণ দুর্লভ প্রজাতির 'সফট শেল কচ্ছপ' বা কোচবিহারেরবাসির প্রিয় 'মোহন'। বেশ কিছুদিন থেকেই অসুস্থতা জনিত কারণে মোহনের মৃত্যুর খবর আসছিল এলাকা থেকে।

সফট শেল কচ্ছপ উদ্ধার
সফট শেল কচ্ছপ উদ্ধার
#বানেশ্বর : কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে বানেশ্বর শিব দিঘি। এই দিঘির অন্যতম প্রধান আকর্ষণ দুর্লভ প্রজাতির 'সফট শেল কচ্ছপ' বা কোচবিহারেরবাসির প্রিয় 'মোহন'। বেশ কিছুদিন থেকেই অসুস্থতা জনিত কারণে মোহনের মৃত্যুর খবর আসছিল এলাকা থেকে। বুধবার এক পরিবেশ প্রেমী সংস্থার তরফ থেকে পুকুরে নেমে পাঁচটি অসুস্থ মোহনকে উদ্ধার করা হয়। তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। সংস্থার এক সদস্য অর্ধেন্দু বণিক জানান, "আমাদের কাছে খবর এসেছিল কয়েকটি মোহন শারীরিকভাবে অসুস্থ রয়েছে। বেশ কয়েকটি মোহন মারাও গিয়েছে ইতিমধ্যে। তাই আমরা অসুস্থ মোহন গুলিকে উদ্ধার করে তাদের পর্যাপ্ত শারীরিক চিকিৎসা করানোর বিষয়ে এগিয়ে এসেছি।"
প্রত্যেকটি মোহন শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। মন্দির কমিটির সঠিক রক্ষণাবেক্ষণ এবং খাদ্যের অভাব দীর্ঘদিন থেকেই দেখা দিয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দাদের। এমনকি দিঘির জল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়েও বারংবার জানানো হয়েছিল মন্দির কর্তৃপক্ষকে। মন্দির থেকে অবশ্য এই কচ্ছপের খাওয়ার হিসেবে প্রত্যেকদিন মন্দিরের প্রসাদ দেওয়া হয়ে থাকে।
advertisement
advertisement
তবে সেই খাওয়ার স্থানীয় বাসিন্দাদের কথায় পর্যাপ্ত নয় এই কচ্ছপের জন্য। শেষ করা পরিসংখ্যান অনুযায়ী মোট ৮৩- উপরে মোহন রয়েছে এই শিব দিঘিতে। যারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না বলেই দাবি স্থানীয়দের। দীর্ঘদিনের দাবি মেনে এদিন এক স্বেচ্ছাসেবী সংগঠন জলে নেমে এই মোহনদের উদ্ধার করে নিয়ে আসে। এবং সেই সাথে তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করায়। এই প্রসঙ্গে মহোন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন বলেন, "প্রশাসনকে দীর্ঘদিন থেকে মোহনের বিষয়ে অবগত করা হচ্ছে। তাদের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ চিকিৎসা এবং খাদ্যের ব্যবস্থা করার দাবি জানানো হচ্ছে। কিন্তু, কোন এক অজ্ঞাত কারণবশত তা হয়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুনঃ ফিরিয়ে দাও অরণ্য! ৫০ তম বছরে কোচবিহার ডিএনপি স্পোর্টিং ক্লাবের থিম এটাই
স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো করে মহোন রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। আমরা অবিলম্বে প্রশাসনের দ্বারস্থ হয়ে দাবী জানাচ্ছি এই সমস্যা মেটানোর। মোহন কোচবিহারের বাসিন্দাদের কাছে অত্যন্ত প্রিয়। এর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে জেলার বুকে। গোটা কোচবিহারে শুধুমাত্র বানেশ্বরের এলাকাতেই সব থেকে বেশি সংখ্যক মোহন পাওয়া যায়। তাদের সুরক্ষা প্রদান করা একান্ত প্রয়োজন।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বানেশ্বর শিব দিঘী থেকে পাঁচটি অসুস্থ দুর্লভ প্রজাতির সফট শেল কচ্ছপ উদ্ধার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement