Cooch Behar News: মৃত এক মহিলাকে ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তোলার চেষ্টা! শোরগোল মাথাভাঙ্গায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ছায়া রয়ে গিয়েছে বহু জায়গায়। কোন কিছু দুর্ঘটনা ঘটলেই ঝাড় ফুকের মাধ্যমে সেটিকে ঠিক করা যাবে এমনটাই মনে করেন অনেকে।
#মাথাভাঙ্গা : সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ছায়া রয়ে গিয়েছে বহু জায়গায়। কোন কিছু দুর্ঘটনা ঘটলেই ঝাড় ফুকের মাধ্যমে সেটিকে ঠিক করা যাবে এমনটাই মনে করেন অনেকে। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফেরাতে প্রতিনিয়ত প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক একসাপে কামড়ানো রোগীকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সেই মৃত রোগীকে ময়নাতদন্ত না করে কবিরাজের কাছে নিয়ে গেলে এবং ঝাড় ফুক করলে সে বেচে উঠবে এমনটাই দাবি করেন মৃতার পরিবারের সদস্যদের একাংশ।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। উল্লেখ্য, শুক্রবার সকাল বেলা মাথাভাঙ্গা ২ নং ব্লকের আমতলা মানাবাড়ি এলাকার শুক্লা শীল নামে এক গৃহবধুকে বিষাক্ত সাপ কামড় দেয়। তৎক্ষণাৎ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেই মহিলাকে। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। তবে মহিলাকে মৃত ঘোষণার পরেই মৃত গৃহবধূর পরিবারের এক সদস্য জানান, "বাড়ির বাথরুমে এখনও সাপটি রয়েছে। সেই সাপটিকে পাহারা দিচ্ছে এক কবিরাজ। তাই ময়নাতদন্ত না করেই মৃত দেহকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং কবিরাজ ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তুলবে সেই মহিলাকে।"
advertisement
আরও পড়ুনঃ আগাছা জমে দৈন্যদশা ঐতিহ্যের শিবদিঘীর! নষ্ট হচ্ছে জীববৈচিত্র
এমনটাই দাবি করেন তিনি। চিকিৎসা ও বিজ্ঞানশাস্ত্রকে না মেনে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে অধিক মাত্রায় প্রাধান্য দেওয়া সাধারণ মানুষ কবে বন্ধ করবে সেটা নিয়ে চিন্তায় রয়েছে সমাজে বিজ্ঞানমনস্ক মানুষদের একাংশ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের এক সদস্য জানান, "বিষয়টি সম্পূর্ণ কুসংস্কার। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও অনেক বেশি সচেতন হতে হবে।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেশন দোকানের মাল তছরুপের অভিযোগ ডিলারের বিরুদ্ধে! বিক্ষোভ বাসিন্দাদের
তবে এই গোটা ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে মাথাভাঙ্গা থানার পুলিশ। থানা সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে কোন রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে আইন ও নিয়মের মাঝে কোন মানুষ বাধা প্রদান করলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এমনটা জানানো হয়েছে থানার পক্ষ থেকে।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 30, 2022 4:18 PM IST