Durga Puja News: ইউটিউব দেখে থিমের ধারণা! স্বল্প বাজেটের থিমেই বাজিমাত কোচবিহারের এই মণ্ডপের
- Published by:Debalina Datta
Last Updated:
মূলত ইউটিউব দেখেই এই থিমের ধারণা নিয়েছেন পুজো কমিটির সদস্যরা। বৌদ্ধ মন্দির প্যাগোডা ও পাহাড়ি সৌন্দর্য মিলিয়ে তৈরি করা হচ্ছে এই থিমের কাজ। এবছর স্বল্প বাজেটের পুজোতেই শুধুমাত্র আকর্ষণীয় থিমের মাধ্যমে বাজিমাত করতে চলেছে কোচবিহার উত্তরণ সংঘ ক্লাব।
#কোচবিহার: কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকায় ৭২ বছরে পদার্পণ করতে চলেছে উত্তরণ সংঘ ক্লাবের দুর্গা পুজো। তাই এবছর পুজোর জাঁকজমক রয়েছে আরম্বরপূর্ণ! তবে পুজোর বাজেট রয়েছে অন্যান্য এলাকার দুর্গা পুজোর তুলনায় অনেকটাই কম। আনুমানিক মাত্র দেড় লক্ষ টাকায় তৈরি হচ্ছে পুজোর থিম ও মণ্ডপ। মূলত ইউটিউব দেখেই এই থিমের ধারণা নিয়েছেন পুজো কমিটির সদস্যরা। তারপর থেকেই শুরু প্রস্তুতি পর্ব।
দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলছে এই পুজোর থিম ও মণ্ডপ তৈরির কাজ। বৌদ্ধ মন্দির প্যাগোডা ও পাহাড়ি সৌন্দর্য মিলিয়ে তৈরি করা হচ্ছে এই থিমের কাজ। সব মিলিয়ে এবছর স্বল্প বাজেটের পুজোতেই শুধুমাত্র আকর্ষণীয় থিমের মাধ্যমে বাজিমাত করতে চলেছে কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকার উত্তরণ সংঘ ক্লাব।
advertisement
advertisement
পুজো কমিটির সম্পাদক জিৎ বর্মন জানান, "মূলত ইউটিউব দেখেই এই থিমের ধারণা নেওয়া হয়েছে আমাদের পুজো কমিটির। প্রথমত, আমাদের পুজো কমিটির সদস্যদের সাথে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর থেকে দীর্ঘ দু'মাস ধরে চলছে এই থিম ও পুজো মণ্ডপ তৈরির কাজ। আমরা আশা করছি দ্রুত আমাদের এই থিমের কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে প্রকৃতিক সমস্যার কারণে।"
advertisement
এছাড়া পুজো কমিটির কোষাধ্যক্ষ শুভদীপ মিত্র বলেন, "আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকায় তৈরি করা হচ্ছে আমাদের এই পুজোর মন্ডপ ও থিম। এবছর আমাদের পুজো ৭২ বছরে পদার্পণ করবে। স্বল্প বাজেটের এবারের পুজোয় আমরা জোর দিয়েছি আকর্ষণীয় থিমের কাজের ওপর। আমরা আশা করছি সাধারণ মানুষের আমাদের পুজোর এই থিম যথেষ্ট পছন্দ হবে।" তবে ইউটিউব দেখে এ ধরনের আকর্ষণীয় থিমের কাজের উপর জোর দেওয়ার ফলে। আসন্ন দুর্গা পুজোয় হয়তো থিমের মাধ্যমেই বাজিমাত করতে চলেছে, কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকার উত্তরণ সংঘ ক্লাব। কোচবিহারবাসীর নজর এবং অধীর আগ্রহ রয়েছে এ বছর উত্তরণ সংঘ ক্লাবের দুর্গা পুজোর থিম দেখতে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
September 19, 2022 7:05 PM IST
