Durga Puja 2023: পোড়া ধূপ দিয়ে তৈরি হয়েছে দূর্গা প্রতিমা, অবাক করছেন কোচবিহারের সোমা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
এই দুর্গা প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় এক বছর। মোট দেড় হাজার পোড়া ধূপ কাঠি ব্যবহার করে তৈরি হয়েছে এই মূর্তি।
কোচবিহার: পুজোর অনেকটা আগে থেকেই ব্যস্ততা কোচবিহারের মুখোপাধ্যায় বাড়িতে। বাড়ির বৌমা তথা মাইক্রো-আর্টিস্ট সোমা মুখোপাধ্যায়ের শখ প্রতিমা তৈরির। তবে সাধারণ মাটি দিয়ে বানানো প্রতিমা নয়। সোমার হাতে গড়ে ওঠা প্রতিমা মানেই সেখানে থাকে নতুন ধরনের চমক। কখনও তিনি প্রতিমা তৈরি করেছেন ছোট্ট একটি দেশলাইয়ের কাঠির উপর। আবার কখনও বা প্রতিমা তৈরি করেছেন রান্নাঘরে ব্যবহৃত মশলা দিয়ে। গত বছর তিনি চমকে দিয়েছিলেন ওষুধের ফেলে দেওয়া প্যাকেট দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে।
এবার তিনি পোড়া ধূপ কাঠির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন। এই প্রতিমা বানাতে সময় লেগেছে প্রায় এক বছর। মোট দেড় হাজার পোড়া ধূপ কাঠি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই মূর্তি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন এই দেড় হাজার পোড়া ধূপ কাঠি। শুধু মাত্র আঠা আর রং-বেরঙের পোড়া ধূপ কাঠি দিয়ে তিনি তৈরি করেছেন একচালা এই দুর্গা প্রতিমা। সোমা মুখোপাধ্যায় জানান, ” পোড়া ধূপ কাঠির একচালা দুর্গা প্রতিমা বানানো একেবারেই সহজ ছিল না।”
advertisement
সোমা মুখোপাধ্যায় আরও জানান, “মোট দেড় হাজার পোড়া ধূপ কাঠি আঠা দিয়ে লাগিয়ে এই মূর্তি বানানো হয়েছে। রঙিন ধূপ কাঠি ব্যবহার করা হয়েছে মূর্তিকে আকর্ষনীয় করে তুলতে। ইতিমধ্যেই বহু মানুষ এই দুর্গা মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন।” এই বছর প্রথম নয়, বিগত ৬ বছর ধরে পুজো আসার আগেই এই ধরনের মূর্তি তৈরি করছেন সোমা মুখোপাধ্যায়। ২০২০ সালে তিনি একটি দেশলাই কাঠির উপর মডেলিং ক্লে দিয়ে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন। সিল্কের সুতো দিয়ে তৈরি হয়েছিল দেবীর চুল এবং সোনামুখী সূচের ভাঙ্গা একটি টুকরো দিয়ে তৈরি হয়েছিল দেবীর ত্রিশূল। এই দুর্গা প্রতিমা তৈরি করে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা তৈরির খেতাব মিলেছিল সোমা মুখোপাধ্যায়ের।
advertisement
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 9:09 PM IST