Durga Puja News: আস্ত ঘুড়িতেই প্যান্ডেল! কয়েক হাজার ঘুড়ি সাজাচ্ছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা মণ্ডপ

Last Updated:

Durga Puja 2022: পুজো মণ্ডপ তৈরির কাজ ও খুঁটি পুজো চলছে প্রায় কোচবিহার জেলার সব জায়গাতেই। তবে এবছর একটু অন্যরকম সাজে সেজে উঠতে চলেছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা পুজার মণ্ডপ।

+
কোচবিহার

কোচবিহার জেলার দুর্গাপুজো

#কোচবিহার: জাকজমক পূর্ণ হতে চলেছে এবারের কোচবিহার জেলার দুর্গাপুজো। পুজো মণ্ডপ তৈরির কাজ ও খুঁটি পুজো চলছে প্রায় কোচবিহার জেলার সব জায়গাতেই। তবে এবছর একটু অন্যরকম সাজে সেজে উঠতে চলেছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা পুজার মণ্ডপ। এবছরে এখানকার পুজোর থিম ঘুড়ি। মোট পাঁচ হাজার রকমের রকমারি ঘুড়ির মাধ্যমে সাজিয়ে তোলা হবে দুর্গা পুজার মণ্ডপ। এছাড়া মূল মণ্ডপটি ও থাকছে ঘুড়ির আকারের।
মদনমোহন কলোনি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজো কমিটির সভাপতি শঙ্কর রায় জানান, "গত দু'বছর করোনা অতিমারীর প্রভাবের কারণে আমরা পুজো সেরকম জাঁকজমকপূর্ণ করে করতে পারিনি। এ বছর আমাদের পুজোর বাজেট অনেকটাই বেশি থাকছে। পুজোর বাজেট নিয়ে কোনও রকমের খামতি চোখে পরবে না এবছর। পুজো কমিটির প্রত্যেকটি সদস্য এবং এলাকার বাসিন্দারা সকলেই খুশি রয়েছেন এবছর দুর্গাপুজো ভালো করে হওয়ার কারণে।"
advertisement
advertisement
প্রত্যেকটি মানুষের জীবনে ছোটবেলার বিভিন্ন স্মৃতির মধ্যে ঘুড়ির স্মৃতি রয়েছে। ছোটবেলার সেই সমস্ত স্মৃতি ফিরিয়ে আনতে কোচবিহার মদনমোহন কলোনির স্পোটিং ক্লাবের এই অভিনব উদ্যোগ। এ বছর তাদের পুজো মণ্ডপে ঘুরতে আসলে পূর্ণার্থী ও দর্শনার্থীদের যথেষ্ট ভালো লাগবে বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা। রংবেরঙের নানা রকমারি ঘুড়ির সম্ভারে, ভরে থাকবে কোচবিহার মদনমোহন স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তাই একথা খুব সহজেই বলা সম্ভব যে কোচবিহার জেলার দুর্গা পুজো গুলির মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো হয়ে উঠতে চলেছে কোচবিহার মদনমোহন স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো।
advertisement
স্থানীয় বাসিন্দা সুমন নন্দী বলেন, "দু'বছর আমাদের এখানে পুজো খুব একটা ভালো হয়নি। তবে এ বছর শুরু থেকেই পুজো নিয়ে আলাদা একটা উত্তেজনা কাজ করছে এলাকার বাসিন্দাদের মধ্যে। সম্পূর্ণ কোচবিহার শহরের দুর্গা পুজোর মধ্যে অন্যতম একটি পুজো রূপে আত্মপ্রকাশ করতে চলেছে আমাদের পাড়ার এই পুজো।"
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja News: আস্ত ঘুড়িতেই প্যান্ডেল! কয়েক হাজার ঘুড়ি সাজাচ্ছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা মণ্ডপ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement