Duare Ration in Cooch Behar: কোচবিহারের এই রেশন ডিলার মন কেড়েছেন মানুষের, কী ম্যাজিকে অভিযোগহীন এই এলাকা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Duare Ration in Cooch Behar: কোচবিহারের পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের দুয়ারে রেশন প্রকল্প যেন এক অন্য কথা বলছে।
কোচবিহার: রাজ্য সরকারের একের পর এক প্রকল্প নিয়ে সাধারণ মানুষ দুর্নীতির অভিযোগ জানিয়েছেন বারংবার। এই সবের মাঝে বাদ যায়নি দুয়ারে রেশন প্রকল্প। অভিযোগের আঙুল উঠেছিল এই প্রকল্পের দিকেও। তবে বেশিরভাগ সেই আঙ্গুল উঠেছিল রেশন ডিলারদের দিকে। তবে কোচবিহারের পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের দুয়ারে রেশন প্রকল্প যেন এক অন্য কথা বলছে। সাধারণ মানুষ দারুন খুশি এই প্রকল্পের কারণে। এলাকার মানুষেরা সম্পূর্ন সঠিক ভাবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই কোচবিহারের পৌর এলাকার ১৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের কোনও অভিযোগ নেই এই প্রকল্প নিয়ে।
কোচবিহার পৌর এলাকার ১৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা বলেছেন, "এই ওয়ার্ডের রেশন ডিলার সম্পূর্ন ঠিক ভাবে রেশন দিচ্ছে। এই এলাকার রেশন ডিলার প্রচন্ড ভাল। এখানে চাল, গম ,আটা সব কিছুই সঠিক পরিমাণ মতোই দেওয়া হচ্ছে। এবং যথা সময়ে এই রেশন দেওয়া হয়ে থাকে। ডিজিটাল মেশিন ও ডিজিটাল পরিমাপ যন্ত্র দিয়ে পরিমাণ মেপে এই সব জিনিস প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে এই প্রকল্প ও এই সুবিধা পেয়ে তাঁরা সকলেই খুব খুশি।
advertisement
advertisement
সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে রেশন নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ দুর্নীতির অভিযোগে সরব হয়ে উঠলেও। এই পৌর এলাকা যেন নিদর্শন হয়ে রয়েছে সকলের জন্য। এখানে সকাল থেকেই দেওয়া হয় দুয়ারে রেশন প্রদান করা হয় ডিজিটাল মেশিনের মাধ্যম দিয়ে।
advertisement
রেশন ব্যবস্থা নিয়ে রেশন ডিলার শ্রাবণী সাহা জানান, "এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের যথেষ্ট সুবিধা হয়েছে। এলাকার মানুষ সঠিক ভাবে রেশন পাচ্ছেন। ডিজিটাল মেশিনের মাধ্যমে পরিমাপ করে পর্যাপ্ত পরিমাণ রেশন দেওয়া হচ্ছে সকলকে। তবে এখনোও পর্যন্ত কোন মানুষ রেশন সংক্রান্ত বিষয় নিয়ে কোন অভিযোগ জানাননি। সকাল থেকে সময় ধরে এই রেশন দেওয়া শুরু করা হয়। সকলেই সঠিক ভাবে রেশন পাচ্ছেন।"
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 6:54 PM IST