Coochbehar News: কোচ রাজাদের তৈরি ঐতিহ্যবাহী হাটের বেহাল দশা

Last Updated:

কোচ রাজাদের তৈরি প্রাচীন হাটের বেহাল দশা। একটু বৃষ্টিতেই জল-কাদায় নাজেহাল ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই

+
title=

কোচবিহার: দেওয়ানহাট এলাকায় আছে প্রাচীন রাজ আমলের হাট। এখানে ইতিহাস এবং কেনা-বেচা এক হয়ে গিয়েছে। কিন্তু সেই ঐতিহ্যবাহী হাটের বেহাল দশা। প্রশাসন ঠিক তার রক্ষণাবেক্ষণ না করায় একটু বৃষ্টিতেই জল-কাদায় নাজেহাল এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা।
সূত্রের খবর, কোচবিহারের রাজ আমলের প্রাচীন দেওয়ানহাটের উন্নতিকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর অর্থ বরাদ্দ করেছিল। কিন্তু অর্থ বরাদ্দ হলেও কাজ হয়নি কিছুই। হাটের মধ্যে কিছু পাকা বসার জায়গা করা হয়েছিল ব্যবসায়ীদের জন্য। তবে সেই বসার জায়গার উপরে কোন‌ও শেড বা ছাউনি দেওয়া হয়নি। ফলে বর্ষাকালে ভিজে ভিজে কারবার চালাতে হতো ব্যবসায়ীদের। তাই বাধ্য হয়েই তাঁরা নিজেদের টাকা দিয়ে ত্রিপল টাঙিয়ে কোনরকমে কারবার চালাচ্ছেন। এছাড়াও হাটের মধ্যে জল ও কাদা জমে থাকার ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী ও ক্রেতাদের। সামান্য বৃষ্টিতেই হাটের মধ্যে এক হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়।
advertisement
advertisement
এই হাটের ব্যবসায়ী বাপ্পাদিত্য বিশ্বাস জানান, প্রচুর ব্যবসায়ী এই হাটে ব্যবসা করতে আসেন। বেশিরভাগই অনেক দূরদূরান্ত থেকে আসেন। তবে বর্তমানে এটা একেবারে বেহাল হয়ে পড়েছে। সার্বিক উন্নয়ন প্রয়োজন। না হলে অদূর ভবিষ্যতে এই হাটের জৌলুস আরও কমে যাবে বলে তাঁর আশঙ্কা। একটু বৃষ্টি হলেই জলকাদা জমে যাওয়ায় ক্রেতাদের অনেকেই এই হাট এড়িয়ে চলছেন। রাজ আমলের হাটের এই বেহাল দশা প্রসঙ্গে সেখানে আসা ক্রেতা অমূল্য রায়ের বক্তব্য, প্রাচীন এই হাটের এমন দূরবস্থা ভাবাই যায় না। সরকারিভাবে এই হাট সংস্কার হওয়া দরকার। দ্রুত এই কাজ সম্পূর্ণ হোক এটাই সকলের প্রত্যাশা। অন্যথায় রাজ আমলের এই প্রাচীন হাট অচিরেই হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: কোচ রাজাদের তৈরি ঐতিহ্যবাহী হাটের বেহাল দশা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement