Cooch Behar News: ৫০০ বছরের প্রাচীন বড় দেবীর পুজো ঘিরে আবেগপ্রবণ কোচবিহারবাসী

Last Updated:

Cooch Behar News: মহারাজা জিতেন্দ্র নারায়ণ এই মূল দালান মন্দিরটি নির্মাণ করেন ১৯১৬ থেকে ১৯১৭ সালের মধ্যে। রাজ আমলের এই মন্দিরের স্থাপত্য শৈলী দেখলে যেকোন মানুষ খুব সহজেই আকর্ষিত হবেন।

+
রাজ

রাজ আমলের পুরনো বড় দেবীর মন্দিরের ইতিহাস!

সার্থক পণ্ডিত, কোচবিহার: কোচবিহারের দেবী বাড়ির বড় দেবীর পুজো আনুমানিক প্রায় ৫০০ বছরের পুরনো। কোচবিহারের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গা পুজো হল এই দুর্গাপুজো। দুর্গাপুজার সময় এই পুজোকে কেন্দ্র করে কোচবিহারবাসীর মধ্যে এক আলাদা উদ্দীপনা ও আবেগ লক্ষ করা যায়। তবে বড় দেবীর পুজোর সূচনা লগ্ন থেকেই কিন্তু এই মন্দির এখানে ছিল না। পরবর্তী সময়ে এই মূল দালান মন্দির স্থাপনের পর থেকে এখানে পুজো শুরু হয়। তবে দীর্ঘ সময় আগে তৈরি হওয়া এই মন্দিরের মূল দালান আজও অটুট রয়েছে। তবে সময়ের সঙ্গে বেশ কিছু ফাটল ধরেছে। এছাড়া রং ও প্লাস্টার ক্ষতির সম্মুখীন হয়েছে। সেগুলিকে বর্তমান সময়ে সংস্কার করা হচ্ছে।
কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, “আনুমানিক ১৫৬২ থেকে ১৫৬৪ সালের মধ্যে মূর্তি নির্মাণ করে এই পুজোর সূচনা করেন কোচবিহারের তৎকালীন মহারাজা নরনারায়ণ। তবে তখন তিনটি পৃথক ঘরে এই সম্পূর্ণ পুজো করা হত বড় দেবীর। তার পর মহারাজা জিতেন্দ্রনারায়ণ এই মূল দালান মন্দিরটি নির্মাণ করেন ১৯১৬ থেকে ১৯১৭ সালের মধ্যে। তবে রাজ আমলের এই মন্দিরের স্থাপত্য শৈলী দেখলে যে কোনও মানুষ খুব সহজেই আকৃষ্ট হবেন এটুকু নিশ্চিত ভাবে বলা সম্ভব। প্রাথমিক ভাবে যে মন্দিরের দালান তৈরি করা হয়েছিল। সেই দালানের মধ্যে পরবর্তী সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের পর বর্তমান দালানটি আমরা এখন এই রূপে দেখতে পাই।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “এই দালানের সামনের বড় অংশে বড় দেবীর মূর্তি তৈরি করা হয় ও পুজো করা হয়। এছাড়া মূর্তির ঠিক পিছনের ছোট ঘরের মধ্যে গুপ্ত পুজো করা হয় দুর্গাপুজোর সময়। এছাড়াও এই মন্দিরের বাকি ঘরে পুজোর দিনগুলিতে ঠাকুরের জন্য বিভিন্ন বাসনপত্র ও পূজারীদের থাকার জায়গা করা হয়। তবে এই মন্দির কোচবিহারের বুকে স্থাপিত অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মন্দির। যা আজও জানান দেয় কোচবিহারের বুকে রাজ আমলের তৈরি স্থাপত্যের নির্মাণ শৈলীর বিষয়ে।”
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ৫০০ বছরের প্রাচীন বড় দেবীর পুজো ঘিরে আবেগপ্রবণ কোচবিহারবাসী
Next Article
advertisement
Thiruvananthpuram Corporation Election News: কেরলেও গেরুয়া দাপট, চার দশক পর বামেদের থেকে তিরুঅনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি!
কেরলেও গেরুয়া দাপট, চার দশক পর বামেদের থেকে তিরুঅনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি!
  • তিরুঅনন্তপুরম পুরসভায় বিজেপি-র বড় জয়৷

  • মেয়র নির্বাচিত হলেন বিজেপি-র আর আর রাজেশ৷

  • চার দশক পর বামেদের হাত থেকে পুরসভা ছিনিয়ে নিল বিজেপি৷

VIEW MORE
advertisement
advertisement