Durga Puja 2022|| কোচবিহারের টাকাগাছের ৭৩ বছরের দুর্গাপুজো, আকর্ষণ ৭১ ফুটের শিব মন্দির

Last Updated:

Cooch behar Takagach Durga Puja: র ৭৩ বছরের পুজোকে স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় শিবলিঙ্গ পুজোমণ্ডপ তৈরি করছে কোচবিহার টাকাগাছ পুজো কমিটি। পুজোর দিনগুলিতে নজর কাড়া ভিড়ের আশাও রয়েছে পুজো কমিটির।

+
title=

#কোচবিহার: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রত্যেকটি পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে জোরকদমে। এ বছর জেলা জুড়ে আকর্ষণীয় পুজো রয়েছে প্রায় প্রত্যেকটি এলাকায়। কোচবিহার টাকাগাছের পুজো এ বছর ৭৩ বছরে পদার্পণ।
দু-বছর করোনা আবহের পরে এ বছর ৭৩ বছরের পুজোকে স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় শিবলিঙ্গ পুজোমণ্ডপ তৈরি করছে কোচবিহার টাকাগাছ পুজো কমিটি। পুজোর দিনগুলিতে নজর কাড়া ভিড়ের আশাও রয়েছে পুজো কমিটির। পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে তাই দ্রুত গতিতেই। মূলত বাঁশ, কাঠ ও প্লাইউড সমস্ত পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরির কাজ চলছে পুজো মণ্ডপের।
advertisement
টাকাগাছ পুজো কমিটির গুগল ম্যাপ লিঙ্ক: 
advertisement
কোচবিহারের টাকাগাছের ৭৩ বছরের দুর্গাপুজো। কোচবিহারের টাকাগাছের ৭৩ বছরের দুর্গাপুজো।
আরও পড়ুনঃ ২৮৮ বছরে পা, মগরাহাটের বসুদের দুর্গাপুজো ঘিরে জমজমাট গোটা গ্রাম
পুজো কমিটির সদস্য শুভজিৎ চক্রবর্তী জানান, "দীর্ঘ ২ বছর আমরা পুজো সেরকম জাঁকজমকেরর সঙ্গে করতে পারিনি। তাই এ বছর আমরা আমাদের পুজোর ৭৩ বছরকে স্মরণীয় করে রাখতে এই আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করার উদ্যোগ নিয়েছি। অসমের একটি শিবলিঙ্গের আদলে ৭১ ফুটের শিবলিঙ্গ মণ্ডপ তৈরি করা হচ্ছে আমাদের এখানে। পুজো মণ্ডপের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম ও এ বছর চোখে পড়বে দুর্গা পুজোর দিনগুলিতে।"
advertisement
আরও পড়ুনঃ ঢাকে পড়ল কাঠি...আজই শুরু ট্যাংরার শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো
পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দা নিরুপম হালদার বলেন, "৫০ বছরের দুর্গা পুজোয় আমাদের এখানে দারুন মানুষের ভিড় হয়েছিল। কোচবিহারের সেই সময়ের জেলা শাসক ওনার মা-কে নিয়ে এসেছিলেন আমাদের এখানের দুর্গাপুজো দেখানোর জন্য। এ বছরেও তাই ভাল ভিড় হওয়ার আশা রয়েছে।"
advertisement
বিগত কয়েক বছরে যে সমস্ত পুজো কমিটির মণ্ডপগুলি সাধারণ মানুষের মন জয় করতে পেরেছিল তার মধ্যে কোচবিহার টাকাগাছ এলাকার এই পুজো কমিটি অন্যতম। মূলত সে কারণেই কোচবিহারবাসীর একাংশ মুখিয়ে রয়েছে এই পুজো কমিটির পুজোর থিম উপভোগের জন্য। নিত্য নতুন থিমের পুজো মণ্ডপ তৈরির মাধ্যমে নজর কাড়া সাফল্য পেয়েছে এই পুজো কমিটি। তাই চলতি বছরেও তাই এখানের পুজো মণ্ডপে নজরকাড়া ভিড়ের আশায় রয়েছেন এই পুজো কমিটির সকলে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja 2022|| কোচবিহারের টাকাগাছের ৭৩ বছরের দুর্গাপুজো, আকর্ষণ ৭১ ফুটের শিব মন্দির
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement