Cooch Behar News: ঘড়িয়াল দেখেছেন? শীতের ছুটিতে একবার রসিকবিল মিনি জু-তে অবশ্যই ঢুঁ দিন

Last Updated:

এই মিনি জু-র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য যে কোনও মানুষের মন সহজেই আকর্ষণ করতে পারবে। শীতের মরশুমে এই মিনি জু-র লেকে প্রচুর পরিযায়ী পাখিদের আগমন ঘটে।

+
রসিকবিল

রসিকবিল মিনি জু

#তুফানগঞ্জ: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে কোচবিহার জেলার ছোট্ট একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার নাম "রসিকবিল মিনি জু"। এই চিড়িয়াখানাটি ছোট আকারের হলেও এখানে রয়েছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। এই কেন্দ্রে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে বেশ কয়েকটি ঘড়িয়াল। যারা বড় হয়ে ওঠার পর হয়তো চলে যাবে অন্য কোনও চিড়িয়াখানাতে।
তবে এই মিনি জু-এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য যে কোনও মানুষের মন সহজেই আকর্ষণ করতে পারবে। শীতের মরশুমে এই মিনি জু-এর লেক বা জলাশয় মধ্যে প্রচুর পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এই পরিযায়ী পাখিদের দল প্রচুর পাখি প্রেমীদের মন সহজেই আকর্ষণ করে নেয়। প্রতি বছর শীতের মরশুমে প্রচুর পর্যটকদের আগমন ঘটে এই রসিকবিল মিনি জু-এর মধ্যে।
advertisement
আরও পড়ুন: ক্লাসের পাশে হিস-হিস শব্দ! সামনে যেতেই বেরিয়ে এল ৮ ফুট লম্বা পদ্ম গোখরো, চরম আতঙ্ক 
রসিকবিল ছোট চিড়িয়াখনায় বর্তমান টিকিটের মূল্য রয়েছে বড়দের জন্য ২৫ টাকা এবং ছোটদের জন্য ১০ টাকা। এখানে গাড়ি কিংবা বাইক যে কোনও ভাবেই আসতে পারবেন। তবে পার্কের ভেতরে পার্কিং এর ব্যাবস্থা নেই। পার্কের বাইরে পার্কিং করতে হবে। তবে পার্কের বাইরে পার্কিং জোন রয়েছে। কোচবিহার জেলার এই পার্ক কোচবিহারের পর্যটন কেন্দ্রের বিকাশের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তবে এখানে ঘুরতে আসা পর্যটকদের মন আকর্ষণ করতে আরও নিত্যনতুন জন্তু এই চিড়িয়াখানায় নিয়ে আসলে আরও বেশি ভাল হয়। তবে এখানে বেশ কয়েক ধরনের পাখির পাশাপাশি সাপও রয়েছে। এছাড়াও রয়েছে চিতাবাঘ এবং বন বেড়াল।
advertisement
advertisement
আরও পড়ুন: মোবাইল নম্বরে সংখ্যা ৮ রয়েছে? কত বার গুণেছেন? এর প্রভাব জীবনে কেমন পড়ে জানলে অবাক হবেন!
এখানে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকদের বক্তব্য, "কোচবিহারের জেলার মধ্যে এমন একটি সুন্দর চিড়িয়াখানা রয়েছে। ছুটির দিনে কিংবা ফাঁকা সময়ে এখানে ঘুরতে আসলে মন ভরে ওঠে। চিড়িয়াখানার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও জন্তু-জানোয়ারদের দেখতে বেশ ভাল লাগে। তবে আরও নিত্য নতুন জন্তু জানোয়ার এই ছোট চিড়িয়াখানাতে নিয়ে আসলে বেশি ভালো হয়। তাহলে আরও অনেক পর্যটকেরা এই চিড়িয়াখানায় ভিড় জমাবেন। এছাড়াও চিড়িয়াখানার পেছনের অংশে একটি সুন্দর জলাশয় রয়েছে। যেখানে বিভিন্ন মরশুমে প্রচুর পরিযায়ী পাখিদের আসতে দেখা যায়। এই পাখিরা চিড়িয়াখানার সৌন্দর্য্য আরোও অনেক গুণ বাড়িয়ে তোলে। তাই কোচবিহার জেলায় ঘুরতে আসলে এই চিড়িয়াখানায় ঘুরতে আসা একদম মিস করা উচিত নয়।"
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ঘড়িয়াল দেখেছেন? শীতের ছুটিতে একবার রসিকবিল মিনি জু-তে অবশ্যই ঢুঁ দিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement