Cooch Behar News: মাষান দেবের নাম শুনেছেন? এই দেবতা রুষ্ট হলে ভয়াবহ ক্ষতি হতে পারে! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News: উত্তরবঙ্গের এই ভীষণ দর্শন দেবতার নাম মাষান। উত্তরবঙ্গে রাজবংশীদের মধ্যে এই মাষান ঠাকুরের পুজো দেখতে পাওয়া যায়। এই দেবতাকে অমান্য করলে নাকি বিপদ অনিবার্য। জানুন
#কোচবিহার: উত্তরবঙ্গের এই ভীষণ দর্শন দেবতার নাম মাষান। উত্তরবঙ্গে রাজবংশীদের মধ্যে এই মাষান ঠাকুরের পুজো দেখতে পাওয়া যায়। মাষান একটি ভয়ংকর দেবতা। এই দেবতাকে ঘিরে মানুষের মধ্যে বিবিধ ভয় কাজ করে। লোক মুখে প্রচলিত রয়েছে, এই দেবতাকে অমান্য করলে নাকি বিপদ অনিবার্য। এই লোকবিশ্বাসের কারণেই এই দেবতাকে দেখতেও ভয়াবহ রূপে তৈরি করা হয়। মোটামুটিভাবে ২৪ রকমের মাষান ঠাকুর দেখতে পাওয়া যায়। মুড়িয়া মাষান, জলুয়া মাষান, শুকান মাষান। এছাড়াও দার্জিলিং-এ শোলার মাষানের পুজো করা হয়। মাষান দেবতার মন্ত্র গুলোতে যে সমস্ত মাষানের পুজো সেগুলি হল খাটিয়া মাষান, ঘড়া মাষান. ছুচিয়া মাষান, বিষুয়া মাষান. জলুকা মাষান, কনকনিয়া মাষান, হাগুরা মাষান, টুপা মাষান, কালিকা মাষান, পৈরী মাষান।
এই দেবতা কখনও কখনও ঘোড়ায় চড়ে আসেন, আবার কখনও তার বাহন হয় মাছ। এই দেবতার নৈবেদ্যেতে দেওয়া হয় দই-চিঁড়ে, চালভাজা। আবার কখনও পোড়া চ্যাং মাছেও পেয়েও খুশি হন এই দেবতা। এছাড়া এই দেবতার রূপও হয় নানা রকম। জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে মাষান তৈরি হয় শোলা দিয়ে, কোচবিহারে তৈরি হয় মাটির মূর্তি দিয়ে। আবার নেপালে পুজো হয় মাটির ঢিবি, বা থাপানাতে। সমতলে মাষান জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, দুই দিনাজপুর ছাড়াও পুজো পেয়ে থাকেন নেপাল, অসম এবং মেঘালয়ের কিছু জেলাতেও। সম্প্রতি তুফানগঞ্জে ১৮-হাত মাটির মূর্তি তৈরি করে মাষান পুজো করা হয়েছে।
advertisement
advertisement
এ রাজ্যে মূলত রাজবংশীরা মাষানের পুজো করেন। এই দেবতাকে জড়িয়ে রয়েছে কত না গল্পকথা। কাউকে মাষান ‘ভর’ করলে মন্ত্রগান শোনানো হয় ঠিক করবার জন্য। লোকনাট্যের আঙ্গিকের গান, আর সেই ‘মিউজিক থেরাপি’ রোগীকে নাকি দিব্যি সুস্থ করে তোলে। এক জেলার মাষান যদি গান শুনে তুষ্ট হন, তো অন্য জেলার মাষান তুষ্ট মুখোশ পুজোয়। মাষান পুজোর উৎস হল প্রচলিত লোক বিশ্বাস এই পুজো করলে সমস্ত রকম অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায়।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
August 24, 2022 10:13 PM IST