Bairagi Dighi: রাজাদের তৈরি বৈরাগীদীঘি! পবিত্র জল! রহস্যে ঘেরা অজানা গল্প অবাক করবে!

Last Updated:

Bairagi Dighi: কোচবিহার বৈরাগীদীঘির কাহিনি জানলে চমকে যাবেন! রহস্যে ঘেরা এই দীঘি! জানুন কী আছে এখানে!

+
কোচবিহারে

কোচবিহারে রাজ আমলের ঐতিহ্যপূর্ণ বৈরাগীদীঘি

কোচবিহার: রাজ আমলের কোচবিহার সদর শহরের মধ্যে বহু দীঘি খনন করা হয়েছিল। মূলত সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল রাজাদের পক্ষ থেকে। তবে রাজ আমল বর্তমান সময় অতীত। তবে রাজ আমলের এই সমস্ত ঐতিহ্যের নিদর্শন রূপে রয়ে গিয়েছে বিভিন্ন দীঘি গুলি।
এই সমস্ত দীঘি গুলির মধ্যে অন্যতম একটি দীঘি হল বৈরাগীদীঘি। কোচবিহার সদর শহরের মদনমোহন বাড়ির ঠিক সামনে রয়েছে এই দীঘিটি। বর্তমানে এই দীঘিটি সংস্কার করা হচ্ছে নতুন করে পর্যটনের বিকাশ ঘটানোর লক্ষ্যে। দীঘির চারিধারে দেওয়া হয়েছে দেওয়াল। এবং দীঘির পাড় দিয়ে তৈরি করা হচ্ছে সুন্দর হাঁটাচলার রাস্তা।
তবে লোকমতে প্রচলিত ধারণা রয়েছে যে, "এই দীঘিটির জল খুব পবিত্র। তাই সমস্ত শুভ অনুষ্ঠানে কিংবা পুজোর কাজে এই দীঘির জলকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও মদনমোহন বাড়ির সমস্ত পুজোর ক্ষেত্রেও এই দীঘির জল ব্যবহার করা হয়।" তবে রাজ আমলের এই দীঘিটির বৈরাগীদীঘি হওয়ার কারণ হিসেবে ধরা হয়। একটা সময় এই দীঘির ধরে বৈরাগীদের আখড়া ছিল। তখন বহু বৈরাগীরা এসে এখানে স্নান করতেন। এবং এর ধরে বসে কীর্তন গান করতেন। তাই এই দীঘির নাম রাখা হয় বৈরাগীদীঘি। দীঘিটি খননকাজ শুরু করা হয় আনুমানিক ১৮৭০ থেকে ৭১ সনে। তবে সম্পূর্ণ খনন সম্পন্ন হয় ১৮৭৫ সন নাগাদ।
advertisement
advertisement
কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী ব্যক্তি স্বপন কুমার রায় জানান, "একটা সময় এই দীঘিটি কোচবিহারে খনন করা হয়েছিল পানীয় জলের অভাব মেটাতে। তবে পরবর্তীতে এই দীঘির এক পাশে মদনমোহন মন্দির স্থাপন করা হয়। এবং তারপর থেকেই এই দীঘির গুরুত্ব বেড়ে ওঠে। এবং সাধারণ মানুষ এই দীঘির জল অনেকটা পবিত্র মনে করতে শুরু করেন।
advertisement
তবে বর্তমান সময়ে বহুদিন বাদে দিঘিটিকে পুনরায় সংস্কার করে সুন্দর করে তোলার পরিকল্পনা চলছে। এই দীঘিটি সংস্কার করে চারিপাশ সাজিয়ে তোলা হোক। তাহলে জেলার পর্যটন বিকাশের ক্ষেত্রে রাজ আমলের এই ঐতিহ্যপূর্ণ দীঘিটির গুরুত্ব আরও অনেকটাই বেড়ে উঠবে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Bairagi Dighi: রাজাদের তৈরি বৈরাগীদীঘি! পবিত্র জল! রহস্যে ঘেরা অজানা গল্প অবাক করবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement