Cooch Behar News: পারিবারিক অশান্তি জেরে চরম সিদ্ধান্ত, নিজেই বন্দুকের ট্রিগার টিপে নিলেন নিজের প্রাণ

Last Updated:

Cooch Behar News: পারিবারিক অশান্তিতে মানসিক অবসাদের জেরে যা করলেন বিএসএফ জওয়ান! শুনলে আঁতকে উঠবেন

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
শীতলকুচি: পারিবারিক অশান্তি জেরে মানসিক অবসাদ থাকায় বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের সীমান্ত রক্ষী বাহিনীর অমৃত ক্যাম্প ঘটনাটি ঘটেছে। আত্মঘাতী হওয়ার পরেই সেই জনৈক বিএসএফ জওয়ান এর সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের সীমান্ত রক্ষী বাহিনীর অমৃত ক্যাম্পে। বিএসএফ সূত্রে জানতে পারা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম এনএম স্বয়ামি। তাঁর বাড়ি অন্ধপ্রদেশের রাজ্যে। এদিন ভোরবেলায় নিজের কাছে থাকা সার্ভিস বন্দুক দিয়ে বুকের মাঝে গুলি করে আত্মঘাতী হন তিনি।
advertisement
advertisement
দ্রুত সেই ক্যাম্পে থাকা তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মূলত পারিবারিক অশান্তির জেরেই জনৈক ওই জওয়ান এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন তাঁর সহকর্মীরা।
শীতলকুচি থানার থানা সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন ভোরবেলায় গুলিবিদ্ধ এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসেন তার সহ কর্মীরা। তিনি শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের সীমান্তরক্ষী বাহিনীর অমৃত ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। তবে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর সেই আত্মঘাতী জওয়ানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা থানায় পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: পারিবারিক অশান্তি জেরে চরম সিদ্ধান্ত, নিজেই বন্দুকের ট্রিগার টিপে নিলেন নিজের প্রাণ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement