Cooch Behar News: স্বামী বাইরে! রাত ১২টায় গৃহবধূর ঘরে পর-পুরুষ! ভয়াবহ কাণ্ড ঘটাল গ্রামের মানুষ!
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News: স্বামী কর্মসূত্রে বাইরে! সেই সুযোগে পর-পুরুষ ঢুকছে ঘরে! প্রেমে মশগুল গৃহবধূ! কে জানত এমন ঘটনা ঘটবে? জানুন কী করল গ্রামবাসীরা! ভয়াবহ
#তুফানগঞ্জ: তুফানগঞ্জ মহকুমা নাটাবাড়ি এলাকাতে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গণপিটুনি খেতে হল এক যুবককে। রীতিমতো হাত পা বেঁধে আটকে রাখা হলো সারা রাত! পরে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, "তুফানগঞ্জ মহকুমার ১ নং ব্লকের নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক অমিত দেবনাথ এর সাথে দীর্ঘ সাত মাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক গৃহবধুর। সে কারণেই যুবক প্রায়শই সেই বাড়িতে আসা যাওয়া করত। গৃহবধূর স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। তাই তিনি বাড়িতে থাকতেন না। সেই সুযোগেই বাড়িতে আসা যাওয়া ছিল অভিযুক্ত ওই যুবকের।"
তুফানগঞ্জ মহকুমা পুলিশ সূত্রে জানা যায়, "গতকাল রাতে আনুমানিক প্রায় বারোটা নাগাদ অমিত দেবনাথ নামের ওই যুবক ওই গৃহবধুর বাড়িতে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষেরা এসে বেঁধে রাখে দু'জনকে। তারপর ওই অভিযুক্ত ওই যুবককে গণ পিটুনিকে দেওয়া হয়। পরে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ওই যুবক ও গৃহবধূকে। তবে এই ঘটনার কোনও অভিযোগ জমা করা হয়নি তুফানগঞ্জ থানায়। " ওই গৃহবধুর দু'টি সন্তান রয়েছে। একজন সন্তানের বয়স আনুমানিক নয় বছর। এর আগেও ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে পঞ্চায়েতের সালিশি সভা ডাকা হয়েছিল।
advertisement
advertisement
পঞ্চায়েতের ডাকা সেই সালিশি সভায় দু'জনকেই ভালভাবে থাকার কথা বলা হয়েছিল। তবে তারপরেও দু'জনের মধ্যে কোনরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এই ঘটনার পর রীতিমতো খেপে যায় এলাকার মানুষেরা। এবং অভিযুক্ত ওই যুবক অমিত দেবনাথকে সারা রাত বেঁধে রেখে গণপিটুনি দেওয়া হয়। ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। তাই বাড়িতে থাকা হয় না তার। ভিন রাজ্য থেকেই সংসার খরচের জন্য টাকা পাঠান তিনি। সেই টাকাতেই চলে ওই গৃহবধূর সংসার। তবে এ বিষয় নিয়ে কোনরকম বক্তব্য পাওয়া যায়নি গৃহবধূ স্বামীর।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
November 11, 2022 8:15 PM IST