Cooch Behar News: ৪৫০ বছরের পুরোনো দুর্গাপুজো! বানেশ্বর শিব মন্দির-এর পুজোর গল্প অবাক করবে!

Last Updated:

Cooch Behar News: ভগবান শিবের পাশাপাশি এই মন্দিরে দেবী দুর্গার পুজোও হয়ে আসছে রাজ আমল থেকে! দেখুন

+
কোচবিহার

কোচবিহার বানেশ্বর শিব মন্দিরের দুর্গাপুজো প্রাচীন রীতি প্রথা মেনেই হয়ে আসছে!

#কোচবিহার: রাজ আমলের অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে কোচবিহার জেলা জুড়ে। কোচবিহারের এই সমস্ত রাজ আমলের মন্দির গুলির মধ্যে অন্যতম একটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক মন্দির হল ‘বানেশ্বর শিব মন্দির’। এই মন্দির প্রতিষ্ঠার কোনও সঠিক সময় পাওয়া যায়নি। তাই মন্দিরের প্রতিষ্ঠার বিষয় নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে। তবে কোচবিহারের প্রবীণ মানুষেরা মনে করেন কোচ রাজবংশের মহারাজা প্রাণ নারায়ণ এটি প্রতিষ্ঠা কিংবা সংস্কার করেছিলেন। তাই এই বর্তমান মন্দির আনুমানিক ৪০০ থেকে ৪৫০ বছরের পুরোনো। তবে এই মন্দির প্রতিষ্ঠার বিষয় নিয়ে অসুর সমাজের বানাসুরের নাম উঠে আসে বিভিন্ন প্রবীণ মানুষদের কথায়। বর্তমানে এই বানেশ্বর শিব মন্দির একটি রাজ্য সংরক্ষিত স্মৃতিস্তম্ভ রূপে কোচবিহারে রয়েছে।
এই মন্দিরে ভগবান শিব পূজিত হয়ে আসছেন বহুদিন ধরে। তবে ভগবান শিবের পাশাপাশি এই মন্দিরে দেবী দুর্গার পুজোও হয়ে আসছেন রাজ আমল থেকে। কোচবিহার রাজ্যের মহারাজা নর নারায়নের স্বপ্নে পাওয়া দেবী দুর্গার পুজো শুরু করা হয় এখানে। সেই সময় থেকে আজ পর্যন্ত দেবী দুর্গার পুজো হয়ে আসছে কোচবিহার বানেশ্বর শিব মন্দিরে। তবে এখানের এই পুজোর কিছু বিশেষত্ব রয়েছে। এখানে দেবী দুর্গার মূর্তির পাশে তার সন্তানেরা থাকেন না। থাকেন দেবীর দুই সখি জয়া আর বিজয়া। এছাড়াও দেবীর বাহন হিসাবে এখানে থাকে একটি সাদা সিংহ এবং একটি বাঘ।
advertisement
advertisement
এই মন্দিরের দুর্গা পূজার বিষয়ে এখানকার পুরোহিত প্রশান্ত ঝা জানান, "দীর্ঘ রাজ আমল থেকে এই মন্দিরে দুর্গাপুজো হয়ে আসছে। কোচবিহারের রাজার স্বপ্নে দেখতে পাওয়া এই মূর্তি দিয়ে এখানে পুজো করা হয়। এছাড়া এখানের দুর্গা পুজোয় সন্ধি পুজোর সময় পায়রা বলি প্রথা প্রচলিত আছে। প্রচুর দর্শনার্থী আসেন এই মন্দিরে পুজোর সময়।" মন্দিরে ঘুরতে আসা এক ব্যক্তি বিক্রম সাহা বলেন, "রাজ আমলের প্রাচীন এসব মন্দিরে মাঝে মাঝেই ঘুরতে আসতে ভাল লাগে। সুযোগ পেলেই আমি এই মন্দিরে বাড়ির লোকেদের নিয়ে চলে আসি। এখানে আসলে মানসিকভাবে একটা অদ্ভুত শান্তি উপভোগ করি। এছাড়া দুর্গা পুজোর সময় বেশ ভিড় দেখা যায় এখানে।"
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ৪৫০ বছরের পুরোনো দুর্গাপুজো! বানেশ্বর শিব মন্দির-এর পুজোর গল্প অবাক করবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement