Cooch Behar News: লোকালয়ে বাইসনের তাণ্ডব! আতঙ্ক মাথাভাঙার বিস্তীর্ণ অঞ্চলে

Last Updated:

Mathabhanga Bison: মাথাভাঙ্গা ২ নং ব্লকের লাফাবাড়ি এবং বৌলপাড়ি গোটা এলাকা জুড়ে দাপিয়ে বেড়াল ১টি বাইসন। খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ, বনকর্মীরা এবং ট্রাঙ্কুলাইজিং টিম ঘটনাস্থলে পৌছে যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সার্থক পণ্ডিত মাথাভাঙা: মাথাভাঙা ২ নং ব্লকের লাফাবাড়ি এবং বৌলপাড়ির গোটা এলাকা জুড়ে দাপিয়ে বেড়াল ১টি বাইসন। খবর পেয়ে ঘোকসাডাঙা থানার পুলিশ, বনকর্মীরা এবং ট্রাঙ্কুলাইজিং টিম ঘটনাস্থলে পৌছে যায়। তবে তারা পৌঁছনোর আগেই বাইসনটি রাইচেঙা এলাকা থেকে গরমচা হয়ে ফের জলদাপাড়ার জঙ্গলে ঢুকে যায়। এই গোটা ঘটনায় সাময়িকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
মাথাভাঙার রেঞ্জ অফিসার সজল পাল বলেন, "লোকালয়ে বাইসনের ঘুরে বেড়ানোর খবর পেয়ে আমরা দ্রুত ট্রাঙ্কুলাইজিং টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। তবে সেই এলাকায় পৌঁছোনোর আগেই বাইসনটি আলিপুরদুয়ার এলাকা হয়ে জলদাপাড়া জঙ্গলে ঢুকে যায়। তবে বাইসনের হামলায় কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আচমকাই লোকালয়ে বাইসন ঢুকে পড়ার কারণে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।"
advertisement
কুচবিহার জেলায় সর্বশেষ তুফানগঞ্জ এলাকায় হাতি ঢুকে পড়ার খবর পাওয়া গিয়েছিল লোকালয়ের মধ্যে। তারপরে দীর্ঘ দিন বাদে লোকালয়ে আবার বন্য জন্তুর আগমন। পুজোর সময় লোকালয়ে বন্য  জন্তুর আগমনে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও কোনওরকম দুর্ঘটনা কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
এলাকার এক স্থানীয় বাসিন্দা রমেশ বর্মন বলেন, "এদিন আমরা আচমকাই এলাকায় একটি বন্য বাইসনকে ঘুরে বেড়াতে দেখি। বাইসনটিকে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তার পর খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও বন দফতরের কর্মীদের। যদিও তারা আসার আগেই বাইসনটি এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়।"
advertisement
তবে বাইসনটি কী করে জলদাপাড়া ফরেস্ট থেকে লোকালয়ের মধ্যে এতটা দূর চলে এল, সেই বিষয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে বনদফতরের আধিকারিকেরা।
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: লোকালয়ে বাইসনের তাণ্ডব! আতঙ্ক মাথাভাঙার বিস্তীর্ণ অঞ্চলে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement