Cooch Behar: জলমগ্ন কোচবিহারের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম জায়গীর বালাবাড়ি
Last Updated:
বর্ষার মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তার জেরেই একটানা বৃষ্টির কারণে রীতিমত নাজেহাল হয়ে রয়েছেন কোচবিহারের বাসিন্দারা।
কোচবিহার: বর্ষার মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তার জেরেই একটানা বৃষ্টির কারণে রীতিমত নাজেহাল হয়ে রয়েছেন কোচবিহারের বাসিন্দারা। শুধুমাত্র কোচবিহার নয়, কোচবিহারের সমস্ত মহকুমা অঞ্চলের পরিস্থিতিও একই রকম। এই একটানা বৃষ্টিতে জল জমার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বহু মানুষকে। এমনই একটি ঘটনা চোখে পড়ছে দিনহাটা ২নং ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ৩নং জায়গীর বালাবাড়ি এলাকায়। দীর্ঘদিন ধরে রাস্তার উচ্চতা না বাড়ার কারণে সামান্য বৃষ্টিতেই জল যেতে শুরু করে রাস্তার ওপর দিয়েই। প্রায় এক বছরের ও বেশি সময় ধরেই চলছে গ্রামের এই সমস্যা। তবে এই কয়দিনের একটানা বৃষ্টিতে আরোও খারাপ পরিস্থিতি হয়েছে গোটা এলাকার। রাস্তার ওপর জমে রয়েছে প্রায় এক হাঁটু সমান জল। কিছুদিন আগে রাস্তার উচু করার কাজ শুরু করা হয়েছিল। ফেলা হয়েছিল শুধুমাত্র বালি আর পাথর।
তবে এহেন অবস্থাতে সেই সমস্ত এখন খুঁজেই পাওয়া মুস্কিল। কারণ জলের তোড়ে ভেসে গিয়েছে অধিকাংশ পাথর। রাস্তায় পর্যাপ্ত আলো না থাকার কারণে এই রাস্তায় মাঝে মধ্যেই প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। বর্তমানে এই কষ্ট বুকে নিয়ে নিয়েই চলাফেরা করতে হচ্ছে এই গ্রামের সকল মানুষদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, \"দীর্ঘ প্রায় এক বছরের ও বেশি সময় ধরেই আমাদের এই সমস্যা চলে আসছে। আর এই সমস্যা বুকে নিয়েই চলাফেরা করছি আমরা।
advertisement
advertisement
বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ার কারণে প্রশাসনিক ভাবে এই বিষয়ে আরোও বেশি নজর দেওয়া উচিত। তবে কিছুদিন আগে এখানে রাস্তা উঁচু করার কাজ শুরু হয়েছে। কিন্তু, কয়েকদিনের একটানা বৃষ্টিতে হয়তো ওই সমস্ত জিনিস ভেসেই গেছে।\"
advertisement
আরও পড়ুনঃ স্থায়ী পরিকল্পনার অভাবে ধুঁকছে কোচবিহারের তেকোনিয়া ইকো-পার্ক
এলাকার পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে এসেছিলস্থানীয় গ্রাম পঞ্চায়েত। তবে জল সম্পূর্ন নেমে না যাওয়া পর্যন্ত কোন কাজ করা সম্ভব নয়। তবে এই রাস্তাটি উচুঁ হয়ে গেলেই এই সমস্যার সমাধান সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। এখন এই নিয়েই আশায় বুক বাঁধছেন এলাকার স্থানীয় মানুষেরা।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
June 15, 2022 1:46 AM IST