হোম /খবর /কোচবিহার /
ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ! মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য

Cooch Behar News: ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ! মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য

X
ঘর [object Object]

উদ্ধার এক দম্পতির মৃতদেহ। থাকার ঘর থেকেই ওই দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের শুঙশুঙি বাজার এলাকায়। স্ত্রী লক্ষ্মী চক্রবর্তীকে খুন করে স্বামী বিশ্বনাথ চক্রবর্তী আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ভাবে অনুমান।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#কোচবিহার : উদ্ধার এক দম্পতির মৃতদেহ। থাকার ঘর থেকেই ওই দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের শুঙশুঙি বাজার এলাকায়। স্ত্রী লক্ষ্মী চক্রবর্তীকে খুন করে স্বামী বিশ্বনাথ চক্রবর্তী আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ভাবে অনুমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "দুদিন ধরে ওই দম্পতির কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাড়িতে দরজার সামনে যেতেই লক্ষ্মীদেবীর দেহ পড়ে থাকতে দেখেন। গলায় আঘাতের চিহ্ন রয়েছে লক্ষ্মী দেবীর। এছাড়া বিশ্বনাথ চক্রবর্তীর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ঘরের ভেতর থেকে।"

পুলিশ সূত্রের খবর, "স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুণ্ডিবাড়ি এবং কোতোয়ালি থানার পুলিশ। বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আদৌ এটি আত্যহত্যা নাকি পরিকল্পিত খুন সেই বিষয়ে তদন্ত করা হবে।"

আরও পড়ুনঃ কোচবিহার শাল বাগানে নতুন লাগানো চারা গাছ নষ্টের অভিযোগ

মৃত দম্পতির ছেলে সমীর চক্রবর্তী বলেন, "তিনি পুলিশের গাড়ির ড্রাইভার। কর্ম সূত্রে বাড়িতে থাকা হয় না। এদিন এই ঘটনার খবর পাওয়া মাত্র তিনি বাড়িতে এসে দেখেন। তার বাবা এবং মা দুজনকেই মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার সন্দেহ হচ্ছে এই মৃত্যু আত্মহত্যা নয়।

আরও পড়ুনঃ কোচবিহার মদনমোহন বাড়িতে রাস মেলার প্রস্তুতি শুরু

কারণ, গলায় ফাস লাগা অবস্থায় যেভাবে তার বাবা বিশ্বনাথ চক্রবর্তীর দেহ ঘর থেকে উদ্ধার হয়েছে। সেভাবে একজন মানুষ গলায় নিজে ফাস লাগাতে পারেন না।" গোটা বিষয়টি নিয়ে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কেনই বা এই বৃদ্ধ দম্পতি আতহত্যা করবেন সেই বিষয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তবে স্থানীয় মানুষেরা জানান, "মাঝে মধ্যেই স্বামীর মদ্যপান কে কেন্দ্র করে ঝামেলা লেগে থাকত ওই দম্পতির মধ্যে।"

Sarthak Pandit

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Cooch behar