দুর্নীতি করেও ‘স্বাধীন’ভাবেই ঘুরছেন এরা
Last Updated:
দুর্নীতিতে জুড়ি নেই দেশের নেতা মন্ত্রীদের ৷ জনতার ট্যাক্সের টাকায় চলে ভোগ বিলাস ৷
দুর্নীতিতে জুড়ি নেই দেশের নেতা মন্ত্রীদের ৷ জনতার ট্যাক্সের টাকায় চলে ভোগ বিলাস ৷ বেনামে কালো টাকা জমা হয় বিদেশি অ্যাকাউন্ট ৷ যাদের সরকারি মাইনে ২০ হাজার টাকার বেশি নয়, তার গ্যারাজে শোভা পায় জাগুয়ার, ল্যাম্বারনির মতো বিলাসবহুল গাড়ি ৷ বছর ঘুরলেই বিদেশ ভ্রমণ ৷ তবুও তারা দুর্নীতির দায়ে জেল বন্দী নয় তারা স্বাধীন ৷ আর তাদের দুর্নীতির ফল অনাহারে থেকে ভোগ করেন ১৩০ কোটি ভারতীয় ৷
Location :
First Published :
August 18, 2016 1:32 PM IST