লম্বা দৌড়ের ঘোড়া, আত্মপ্রকাশ করেই দালাল স্ট্রিটে চড়চড়িয়ে বাড়ল Zomato-র শেয়ার!

Last Updated:

আপনার প্রিয় ফুড ডেলিভারি সংস্থার শেয়ার বাজারে আসতেই চাঞ্চল্য, NSE-তে আত্মপ্রকাশের প্রথম দিনেই আলোড়ন ফেলে দিয়েছে Zomato-র শেয়ারের হার।

#মুম্বই: দালাল স্ট্রিটের দৌড়ে যে বেশ ভালোই ঘোড়া ছোটাতে চলেছে প্রতিষ্ঠান, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না! কিন্তু ৫০ শতাংশেরও বেশি উর্ধ্বমূল্যের হার রীতিমতো চোখ কপালে তুলেছে বিশেষজ্ঞদের। শেয়ার বাজার এবং তার আনাচ-কানাচ নিয়ে ওয়াকিবহাল যাঁরা, তাঁরাও একবাক্যে এখন মেনে নিচ্ছেন যে Zomato-র ক্ষমতা আছে!
এই বক্তব্যের নেপথ্যে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড (National Stock Exchange of India Ltd), সংক্ষেপে NSE-তে আত্মপ্রকাশের প্রথম দিনেই আলোড়ন ফেলে দিয়েছে Zomato-র শেয়ারের হার। প্রথমে ধরা হয়েছিল যে ফাইনাল অফার প্রাইস থাকবে ৭৬ টাকায়। ওদিকে, বম্বে স্টক এক্সচেঞ্জে (Bombay Stock Exchange) তা নথিবদ্ধ হয়েছিল ১১৫ টাকায়, যা কি না অফার প্রাইসের চেয়ে ৫১.৩২ গুণ বেশি। কিন্তু সেই হিসেবকেও টেক্কা মেরে শেয়ার বাজারে Zomato খাতাই খুলল ১১৬ টাকা দিয়ে, যা কি না অফার প্রাইসের চেয়ে ৫২.৬৩ গুণ বেশি! এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত ইনট্রাডে হিসেব মাথায় রাখলে হার পৌঁছে গিয়েছে ১৩৮ টাকায়!
advertisement
এই হিসেবের খতিয়ানে দালাল স্ট্রিটে মুখ দেখিয়েই আপাতত Zomato-র বাজারগত পুঁজি ১ লক্ষ কোটির সীমানা পার করে ফেলেছে; সঠিক ভাবে বললে সংখ্যাটা ১,০৮,০৬৭.৩৫ কোটি! জুলাই ১৪-১৬-এর হিসেব এই প্রসঙ্গে একবার ঝালিয়ে নেওয়া যায়, সেই সময়ে পাবলিক অফার ছিল ৯,৩৭৫ কোটি। সেই জায়গা থেকে দেখা গেল যে বিনিয়োগকারীদের দৌলতে ৩৮.২৫ গুণ বেশি সাবস্ক্রিপশন হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে বিগত ১৩ বছরের কথা মাথায় রাখলে পরিসংখ্যানটা প্রতি বছরে ৫ হাজার কোটি টাকারও বেশি। যদিও তাঁদের মতে এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন না, ফুড ডেলিভারি সেগমেন্টে পয়লা সারিতে অবস্থান, বাজারের প্রতি ইতিবাচক মানসিকতা, প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্রমবর্ধমান চাহিদা, তার সঙ্গে পাল্লা দিয়ে ধারাবাহিক গতিতে বাড়তে থাকা শেয়ারের দাম- এই সব কিছুই দালাল স্ট্রিটে ডেবিউ প্রিমিয়ামের বাড়তি হারের দিকেই ইঙ্গিত দিয়েছিল! এখন দেখার, এই হার কী ভাবে ধরে রাখে সংস্থা, শেয়ার বাজারে লক্ষ্মী যে একটু বেশিই চঞ্চলা, সেও তো আমরা আগে দেখেছিই!
advertisement
advertisement
Keywords:
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লম্বা দৌড়ের ঘোড়া, আত্মপ্রকাশ করেই দালাল স্ট্রিটে চড়চড়িয়ে বাড়ল Zomato-র শেয়ার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement