সৌখিন মাটির জিনিস বানিয়েই স্বনির্বরতার পথ দেখছে তরুণ প্রজন্ম! হাওড়ার গ্রামে রোজগারের নতুন দিশা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গ্রামের বহু যুবক আশার আলো দেখছে, সেদিক লক্ষ্য রেখে কয়েকশো স্কুল পড়ুয়াকে নিয়ে চলছে প্রশিক্ষণ ৷
হাওড়া: যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল গ্রামেই! গ্রামের বহু যুবক আশার আলো দেখছে। সেদিক লক্ষ্য রেখে কয়েকশো স্কুল পড়ুয়াকে নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকে। ক্রাফ্ট লিপির হাত ধরে এই প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে। অভিনব ভাবনায় যুব সমাজকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ‘ গ্রামের ভবিষ্যৎ ‘।
আধুনিক প্রযুক্তিতে গ্রামীণ শিল্প সামগ্রী মানুষের ব্যবহার উপযোগী করে দারুন ভাবে চাহিদা বাড়ানো। এ সমস্ত শিল্প সামগ্রী দেশ-বিদেশে ব্যাপক চল, গ্রামে তৈরি সামগ্রী বর্তমানে মানুষের নজর কেড়েছে। আগামী দিনে আরও উজ্জল ভবিষ্যৎ এতে।
advertisement
সেইদিক গুরুত্ব রেখেই নতুন প্রজন্মকে এই কাজে যুক্ত করার ভাবনা। সৌখিন মাটির নানা সামগ্রী, বিভিন্ন সামগ্রী দিয়ে হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর।প্রায় ১৫টি স্কুলের নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে সপ্তাহ অন্তর বা ১৫ দিন অন্তর প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মধ্যে নানা বিষয়ে প্রতিভা খোঁজ করে প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
মাটির সহ নানা গ্রামীণ শিল্প সামগ্রী তৈরীর পাশাপাশি কম্পিউটার ডিজিটাল মার্কেটিং ফটোগ্রাফি সহ নানা বিষয়ে স্বচ্ছ অবস্থা থেকে ধারণা তৈরি করে তাদের সে বিষয়ে স্বনির্ভর করা হবে। প্রশিক্ষিত হয়ে শহর নয়, গ্রামেই হাতে কাজ পাবেন তারা।এ প্রসঙ্গে উদ্যোক্তা সংবিদ গোলুই জানান, গ্রামের প্রতিভা গ্রামেই কাজ পাবে। গ্রামীণ প্রতিভাকে প্রকৃত শিক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে স্বনির্ভর করা মূল্য ‘ গ্রামের ভবিষ্যৎ’।
advertisement
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2024 3:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সৌখিন মাটির জিনিস বানিয়েই স্বনির্বরতার পথ দেখছে তরুণ প্রজন্ম! হাওড়ার গ্রামে রোজগারের নতুন দিশা






