বাম্পার জ্যাকপট ! কলকাতায় ঘুরতে এসে লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি যুবক!
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
আরার বাসিন্দা এই যুবকের এক কোটি টাকার লটারি জেতায় সর্বত্রই শুরু হয়েছে আলোচনা। এলাকায় সকলের মুখে মুখে একই কথা।
কলকাতা: কলকাতাই সৌভাগ্য এনে দিল বিহারের যুবকের জীবনে। পড়শি রাজ্যের রাজধানীতে কাজের উদ্দেশেই যাচ্ছিলেন। মাঝপথে কী মনে হতে কিনে ফেলেছিলেন একটি লটারির টিকিট। আর সেই টিকিটই তাঁকে করে তুলেছে কোটিপতি। আপাতত বিহারের যুবক আনন্দে মশগুল। এখনও বুঝে উঠতে পারেননি অত টাকা দিয়ে ঠিক কী করবেন তিনি।
জানা গিয়েছে, এই ভাগ্যবান হলেন বিহারের আরা জেলার বাসিন্দা রাহুল কেশরী। আরার আবেরপুল এলাকায় তাঁর বাড়ি। কিছুদিন আগেই তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকেই লটারির টিকিট কিনেছিলেন তিনি। ঘোরাঘুরি শেষ করে আরা ফিরে এসেই জানতে পারেন তাঁর ভাগ্য ফিরে গিয়েছে। তাঁর লটারি টিকিটের নম্বরই জয়ী হয়েছে, জিতেছে এক কোটি টাকা।
advertisement
advertisement
আরার বাসিন্দা এই যুবকের এক কোটি টাকার লটারি জেতায় সর্বত্রই শুরু হয়েছে আলোচনা। এলাকায় সকলের মুখে মুখে একই কথা। রাহুলের ভাগ্যের কথা নিয়েই মেতে রয়েছেন সকলে। কেশরী পরিবারেও শুরু হয়েছে উৎসবের আমেজ।
আসলে এই লটারির টিকিটটি নাগাল্যান্ডের। নাগাল্যান্ড সরকারের ডিরেক্টরেট অফ স্টেট লটারি নাগাল্যান্ড কোহিমা কোম্পানি তরফ থেকে এই লটারির টিকিট জারি করা হয়েছিল। কলকাতায় যাওয়ার সময়ই রাহুল এই লটারির টিকিটটি কিনেছিলেন রাস্তার ধারের এক বিক্রেতার কাছ থেকে। রাহুলের নম্বর ছিল 82D16928।
advertisement
আরও পড়ুন: ক্রেডিট কার্ড থেকে LPG, আগামী ১ জুলাই থেকে হতে পারে বড়সড় বদল! প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে!
এই নম্বরটিই প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। যার আর্থিক মূল্য ছিল এক কোটি টাকা। কিন্তু টাকা আনার জন্য রাহুকে যেতে হবে নাগাল্যান্ড। লটারির পরই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাহুলকে কোহিমায় ডেকে পাঠানো হয়েছে। সেখানে নথি যাচাই করে, যাবতীয় আনুষ্ঠানিক কাজ শেষ করার পরে রাহুলের হাতে তুলে দেওয়া হবে ৬৫ লক্ষ টাকা। বাকিটা কেটে নেওয়া হবে আয়কর হিসেবে।
advertisement
৬৫ লক্ষ টাকাও কম কিছু নয়। একরাতে এত টাকা হাতে আসতে পারে ভাবেননি রাহুল। এমনকী টাকা হাতে পেয়ে কী করবেন, তাও কিছু ভেবে উঠতে পারেননি। রাহুল বলেন, ‘নথিপত্র নিয়ে আমাকে নাগাল্যান্ড যেতে হবে। প্রমাণপত্র দাখিল করার পর টিডিএস কেটে টাকা দেওয়া হবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই টাকা দিয়ে কী করব, এখনও ভাবিনি। আগে তো হাতে আসুক টাকাটা, তার পর ভাবব।’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 8:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাম্পার জ্যাকপট ! কলকাতায় ঘুরতে এসে লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি যুবক!