Pan-Aadhaar লিঙ্ক করাতে কত টাকা জরিমানা গুনতে হবে? রইল সেই ফি প্রদানের সহজ উপায়ও!

Last Updated:

হাতে আর মাত্র ৩ দিন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে।

কলকাতা: হাতে আর মাত্র ৩ দিন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে। আয়কর বিভাগ সেই কারণেই সমস্ত নাগরিকদের জন্য এই নির্দেশিকা জারি করেছে। তবে সাম্প্রতিক এক ট্যুইটে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর ক্ষেত্রে জনসংখ্যাগত অমিল বা অসঙ্গতি হতে পারে।
প্যান-আধার লিঙ্কিংয়ের জন্য কীভাবে জরিমানা দিতে হবে?
আয়কর ওয়েবসাইটে জানানো হয়েছিল যে, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ, ২০২২ তারিখ থেকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৩ তারিখ করা হয়েছিল। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো যাবে। তবে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত সময়ে আধার-প্যান লিঙ্কিংয়ের জন্য ৫০০ টাকা জরিমানা প্রদান করতে হবে। তবে সেই সময়সীমা পেরিয়ে গেলে ১ জুলাই, ২০২২ তারিখের পর থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
advertisement
advertisement
নিম্নোক্ত উপায়ে জরিমানা প্রদান করা যাবে:
প্রথমে onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp যেতে হবে।
এর পর CHALLAN NO./ITNS 280 সেকশনে গিয়ে প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
কর্পোরেশন ট্যাক্স (কোম্পানি) অথবা ইনকাম ট্যাক্স দ্বারা নির্ধারিত প্রযোজ্য ট্যাক্স সিলেক্ট করতে হবে।
advertisement
টাইপ অফ পেমেন্ট সেকশনের আওতায় Other Receipts অপশনে ক্লিক করতে হবে।
এবার পেমেন্টের ধরন (নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড) সিলেক্ট করতে হবে।
এর পর প্যান প্রদান করতে হবে। ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে এবং বৈধ ঠিকানা প্রদান করতে হবে।
advertisement
হয়ে গেলে ক্যাপচা কোড দিয়ে প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
এনএসডিএল পোর্টালে ফি প্রদান করার পরে ই-ফাইলিং পোর্টালে প্যান-আধার লিঙ্ক রিক্যুয়েস্ট সাবমিট করতে হবে।
প্যান-আধার লিঙ্ক করা না হলে কী কী হতে পারে?
প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
এই ধরনের রিফান্ডের উপর পেন্ডিং ট্যাক্স রিফান্ড এবং সুদ কিন্তু দেওয়া হবে না।
advertisement
উচ্চ হারে টিডিএস ডিডাকশন হবে।
উচ্চ হারে টিসিএস সংগ্রহ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar লিঙ্ক করাতে কত টাকা জরিমানা গুনতে হবে? রইল সেই ফি প্রদানের সহজ উপায়ও!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement