শেষ হয়ে আসছে সময়সীমা! শুক্রবারের মধ্যেই লিঙ্ক করাতে হবে Aadhaar-Pan! কিন্তু সমস্যা দেখা দিলে কী করণীয়?

Last Updated:
অসামঞ্জস্যপূর্ণ বিবরণের কারণে কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই আয়কর বিভাগ একটি রিমাইন্ডার জারি করেছে।
1/12
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা শেষ হয়ে আসছে। প্রথমে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল গত ৩১ মার্চ, ২০২২ তারিখ। এই সময়সীমা বাড়ানো হয়েছিল। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত। তবে যাঁরা এই দুই নথি পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক করাতে পারেননি, তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে।
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা শেষ হয়ে আসছে। প্রথমে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল গত ৩১ মার্চ, ২০২২ তারিখ। এই সময়সীমা বাড়ানো হয়েছিল। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত। তবে যাঁরা এই দুই নথি পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক করাতে পারেননি, তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে।
advertisement
2/12
অসামঞ্জস্যপূর্ণ বিবরণের কারণে কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই আয়কর বিভাগ একটি রিমাইন্ডার জারি করেছে। এই অসঙ্গতি সংশোধন করা এবং সফল ভাবে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে একটি পদ্ধতি এনেছে।
অসামঞ্জস্যপূর্ণ বিবরণের কারণে কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই আয়কর বিভাগ একটি রিমাইন্ডার জারি করেছে। এই অসঙ্গতি সংশোধন করা এবং সফল ভাবে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে একটি পদ্ধতি এনেছে।
advertisement
3/12
আয়কর বিভাগ বা আইটি বিভাগ সাম্প্রতিক একটি ট্যুইটে জানিয়েছেন যে, প্যান আর আধার লিঙ্ক করার ক্ষেত্রে বহু মানুষই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হতে পারে নাম, জন্মতারিখ এবং লিঙ্গের অসঙ্গতির কারণে।
আয়কর বিভাগ বা আইটি বিভাগ সাম্প্রতিক একটি ট্যুইটে জানিয়েছেন যে, প্যান আর আধার লিঙ্ক করার ক্ষেত্রে বহু মানুষই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হতে পারে নাম, জন্মতারিখ এবং লিঙ্গের অসঙ্গতির কারণে।
advertisement
4/12
সেই সঙ্গে আয়কর বিভাগ আরও জানিয়েছে যে, গ্রাহকরা অনলাইনে আধার এবং প্যান কার্ড আপডেট করে ভুল সংশোধন করতে পারেন। কিংবা আধার এবং প্যান পরিষেবা প্রদানকারীদের কাছে গিয়েও এই পদ্ধতি সম্পাদন করা যেতে পারে।
সেই সঙ্গে আয়কর বিভাগ আরও জানিয়েছে যে, গ্রাহকরা অনলাইনে আধার এবং প্যান কার্ড আপডেট করে ভুল সংশোধন করতে পারেন। কিংবা আধার এবং প্যান পরিষেবা প্রদানকারীদের কাছে গিয়েও এই পদ্ধতি সম্পাদন করা যেতে পারে।
advertisement
5/12
অফিসিয়াল ট্যুইটে আরও জানা গিয়েছে যে, জনসংখ্যাগত অসঙ্গতি বা অমিল থাকার ক্ষেত্রে প্যান এবং আধার কার্ড মসৃণ ভাবে লিঙ্ক করার জন্য বায়োমেট্রিক-ভিত্তিক অথেন্টিকেশন প্রদান করা হচ্ছে। এছাড়া নিকটবর্তী প্যান পরিষেবা প্রদানের কেন্দ্রে গিয়েও এই পরিষেবা গ্রহণ করা যেতে পারে।
অফিসিয়াল ট্যুইটে আরও জানা গিয়েছে যে, জনসংখ্যাগত অসঙ্গতি বা অমিল থাকার ক্ষেত্রে প্যান এবং আধার কার্ড মসৃণ ভাবে লিঙ্ক করার জন্য বায়োমেট্রিক-ভিত্তিক অথেন্টিকেশন প্রদান করা হচ্ছে। এছাড়া নিকটবর্তী প্যান পরিষেবা প্রদানের কেন্দ্রে গিয়েও এই পরিষেবা গ্রহণ করা যেতে পারে।
advertisement
6/12
আধার তথ্য আপডেট করার পদ্ধতি:  ইউআইডিএআই জানাচ্ছে যে, সেলফ সার্ভিস আপডেট পোর্টাল (এসএসইউপি)-তে গিয়ে অনলাইনে আধারের ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে। এর জন্য কী করণীয়, তা নিম্নোক্ত:
আধার তথ্য আপডেট করার পদ্ধতি: ইউআইডিএআই জানাচ্ছে যে, সেলফ সার্ভিস আপডেট পোর্টাল (এসএসইউপি)-তে গিয়ে অনলাইনে আধারের ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে। এর জন্য কী করণীয়, তা নিম্নোক্ত:
advertisement
7/12
ssup.uidai.gov.in/ssup/ যেতে হবে।  ‘আপডেট আধার’ অপশনে ক্লিক করতে হবে। আর নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে।  তবে নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল-এর মতো ডেমোগ্রাফিক তথ্য এবং বায়োমেট্রিক (ফিঙ্গার প্রিন্ট, আইরিশ এবং ছবি) আপডেট করার জন্য নিকটবর্তী পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
ssup.uidai.gov.in/ssup/ যেতে হবে। ‘আপডেট আধার’ অপশনে ক্লিক করতে হবে। আর নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। তবে নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল-এর মতো ডেমোগ্রাফিক তথ্য এবং বায়োমেট্রিক (ফিঙ্গার প্রিন্ট, আইরিশ এবং ছবি) আপডেট করার জন্য নিকটবর্তী পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
advertisement
8/12
প্যান কার্ডের তথ্য আপডেট করার পদ্ধতি:  এনএসডিএল প্যান ওয়েবসাইটে onlineservices.nsdl.com অথবা ইউটিআইআইটিএসএল ওয়েবসাইটে pan.utiitsl.com/ যেতে হবে।  ‘চেঞ্জ/কারেকশন ইন প্যান কার্ড ডিটেলস’ অপশন বেছে নিতে হবে।
প্যান কার্ডের তথ্য আপডেট করার পদ্ধতি: এনএসডিএল প্যান ওয়েবসাইটে onlineservices.nsdl.com অথবা ইউটিআইআইটিএসএল ওয়েবসাইটে pan.utiitsl.com/ যেতে হবে। ‘চেঞ্জ/কারেকশন ইন প্যান কার্ড ডিটেলস’ অপশন বেছে নিতে হবে।
advertisement
9/12
প্যান কার্ড নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে। আর ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।  ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
প্যান কার্ড নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে। আর ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে। ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
advertisement
10/12
অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।  ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।  প্যান-আধার লিঙ্ক করার উপায়:  incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে।  ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে। প্যান-আধার লিঙ্ক করার উপায়: incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে। ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
11/12
প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে।  আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে।  ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে।
প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে। আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে। ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
12/12
আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে।  এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।
আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে। এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।
advertisement
advertisement
advertisement