SIP-র মাধ্যমে এভাবে বিনিয়োগ করুন, কোটি টাকার ফান্ড তৈরি হবে হেসে-খেলে!

Last Updated:

বিনিয়োগকারীদের কাছে নিয়মিত এবং নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সুবিধা বেছে নেওয়ার সুযোগ থাকে।

#কলকাতা: মিউচুয়াল ফান্ডের মতোই ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করা যায়। এটা একটি অবসরকালীন প্রকল্প। ২০০৪ সালের জানুয়ারিতে সরকারি কর্মীদের জন্য এনপিএস প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার। ২০০৯ সালে সাধারণ মানুষের জন্যও এটি উন্মুক্ত করে দেওয়া হয়।
কর্মজীবনে নিয়মিত এনপিএসে টাকা জমা দিতে হয়। ৬০ বছর বয়স পূর্ণ হলে অর্থাৎ অবসরের পর সঞ্চিত তহবিলের একটা অংশ তুলে নেওয়া যায়। বাকি অংশ থেকে নিয়মিত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি সরাসরি রেমিট্যান্স-এর সুবিধা প্রদান করে। এর ফলে বিনিয়োগকারীরা এসআইপি-র মাধ্যমে এনপিএসে-এ বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকারীদের কাছে নিয়মিত এবং নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সুবিধা বেছে নেওয়ার সুযোগ থাকে।
advertisement
advertisement
দুটি উপায়ে এসআইপি করা যায়: এনপিএস অ্যাকাউন্টের জন্য এসআইপি শুরু করার দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিতে যে ব্যাঙ্ক (পিওপি – পয়েন্ট অফ প্রেজেন্স) থেকে এনপিএস অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যাঙ্কের কাছে যাওয়া। ব্যাঙ্ককে কর্মীর এনপিএস অ্যাকাউন্টে সময়ে সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করার অনুমতি দিতে হবে। এছাড়াও, সরাসরি রেমিট্যান্সের মাধ্যমেও এসআইপি করা যেতে পারে। এই সুবিধা সমস্ত এনপিএস গ্রাহকদের জন্যই উপলব্ধ। ডি-রেমিটের মাধ্যমে টায়ার-১ এবং টায়া-২ অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ৫০০ টাকার সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও টায়ার ১ এবং টায়ার ২ অ্যাকাউন্টের ভার্চুয়াল আইডিও থাকতে হবে।
advertisement
ডি-রেমিটের মাধ্যমে এসআইপি শুরু করার পদ্ধতি: প্রথমে এনপিএস বিনিয়োগকারীদের ভার্চুয়াল আইডি তৈরি করতে হবে। বিনিয়োগকারীরা https://cra-nsdl.com/CRAAnline/VirtualIdCreation.html অথবা https://enps.kfintech.com/dremit/prelogindremit/ অথবা https://enps.kfintech.com/dremit/prelogindremit/ ভিজিট করে আইডি তৈরি করতে পারেন। একবারই এই আইডি তৈরি করা যাবে। এই আইডি স্থায়ী অবসর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। এরপরে পিআরএএন-এর সঙ্গে যুক্ত মোবাইলে নম্বরে একটি ওটিপি আসবে। সেটা দিলেই প্রমাণীকরণ সম্পূর্ণ হবে।
advertisement
এরপর নেট ব্যাঙ্কিং-এ লগ ইন করে ট্রাস্টি ব্যাঙ্কের আইএফএসসি থেকে তৈরি ভার্চুয়াল আইডি একটি সুবিধাভোগী হিসাবে লিঙ্ক করতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, বিনিয়োগকারী অটো ডেবিট সুবিধা নিতে চান কি না তা বেছে নিতে পারেন। মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে টাকা দিতে চান কি না তাও বেছে নিতে হবে।
ডি রেমিটের সুবিধা: এর মাধ্যমে সরাসরি এনপিএস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। আরেকটা সুবিধা হল, ক্লায়েন্টরা তাঁদের বিনিয়োগের জন্য একই দিনে এনএভি পেতে পারেন। মিউচুয়াল ফান্ড সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মতো, গ্রাহকরা তাঁদের ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি অ্যাকাউন্ট থেকে এনপিএসে টাকা জমা দিতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SIP-র মাধ্যমে এভাবে বিনিয়োগ করুন, কোটি টাকার ফান্ড তৈরি হবে হেসে-খেলে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement