এ বার HDFC! ঋণের উপর সুদের হার বাড়ল একধাক্কায় অনেকখানি!

Last Updated:

জানা গিয়েছে, নতুন হারে সুদ কার্যকর হবে ৭ নভেম্বর ২০২২ থেকেই।

#কলকাতা: এ বার ঋণের উপর সুদের হার বাড়াচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। সম্প্রতি সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, নতুন হারে সুদ কার্যকর হবে ৭ নভেম্বর ২০২২ থেকেই।
ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে তারা MCLR হার ০.৩০ শতাংশ থেকে বাড়িয়ে ০.৩৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। ৭ নভেম্বর থেকে নতুন দর কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের পরে, MCLR ভিত্তিক সমস্ত হোম লোন, পার্সোনাল লোন এবং অটো লোনের উপর প্রদত্ত সুদের হার বাড়বে। এই খবরের পর এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম কিছুটা বেড়েছে। স্টকটি ১৫০০ টাকার কাছাকাছি ট্রেড করছে।
advertisement
advertisement
ব্যয়বহুল ঋণ
HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ৭ নভেম্বর, ২০২২ থেকে কার্যকর হওয়া নতুন হার অনুসারে রাতারাতি MCLR হার ৭.৯০ শতাংশ থেকে বেড়ে ৮.২০ শতাংশ হয়েছে। এক মাসের জন্য MCLR হার ৭.৯০ শতাংশ থেকে বেড়ে ৮.২৫ শতাংশ হয়েছে।
advertisement
তিন মাস এবং ছয় মাসের MCLR যথাক্রমে ৮.৩০ শতাংশ এবং ৮.৪০ শতাংশে দাঁড়িয়েছে। এক বছরের MCLR এখন ৮.৫৫ শতাংশ হবে, দুই বছরের MCLR হবে ৮.৩০ শতাংশ থেকে বেড়ে ৮.৬৫ শতাংশ। একই ভাবে তিন বছরের MCLR যেখানে আগে ছিল ৮.৪০ শতাংশ, তা এখন হবে ৮.৭৫ শতাংশ।
advertisement
কেন বাড়ল ঋণের উপর সুদের হার?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই রেপো রেট বাড়ানোর পর দেশের অনেক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে। সেই হিসেব অনুযায়ী এ বার HDFC ব্যাঙ্কও সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
গ্রাহক জানবেন কী ভাবে—
আরবিআই-এর নিয়ম অনুযায়ী ব্যাঙ্কগুলিকে মাসিক ভিত্তিতে বিভিন্ন মেয়াদের জন্য তাদের ন্যূনতম ঋণের হার বা MCLR প্রকাশ করতে হবে।
advertisement
ব্যাঙ্কগুলি তাদের শাখাগুলিতে ওভারনাইট, এক মাস, তিন মাস, ছয় মাস, এক বছর এবং অন্য কোনও মেয়াদের সুদের হার সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এ ছাড়াও, ব্যাঙ্কগুলির অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে গিয়ে কেউ তাঁদের MCLR জানতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এ বার HDFC! ঋণের উপর সুদের হার বাড়ল একধাক্কায় অনেকখানি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement