Fixed Deposit Interest Rate: এই সব ফিক্সড ডিপোজিট থেকে গ্রাহক পেতে পারেন প্রায় ৮ শতাংশের কাছাকাছি রিটার্ন! জেনে নিন বিশদে

Last Updated:

Fixed Deposit Interest Rate: এখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৫ থেকে ৭.৯ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটাই বেশি।

#নয়াদিল্লি: দেশে উচ্চ মুদ্রাস্ফীতি এবং ইক্যুইটি বাজারে অস্থিরতার কারণে মানুষ বিনিয়োগের জন্য এমন কোনও উপায় খুঁজছে, যার মাধ্যমে মূল্যস্ফীতিকে রোখার পাশাপাশি পাওয়া যাবে নিশ্চিত রিটার্ন। নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি শ্রীরাম সিটি ইউনিয়ন ফিনান্স (SCUF) ও শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স কর্পোরেশন (STFC) কর্পোরেটে একটি ফিক্সড ডিপোজিট (FD) খোলা যেতে পারে। এখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৫ থেকে ৭.৯ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটাই বেশি।
কর্পোরেট ফিক্সড ডিপোজিট কী?
এক ধরনের স্থায়ী আমানত হল কর্পোরেট এফডি। আর এটা সাধারণত জারি করতে পারে নন-ব্যাঙ্কিং কোম্পানি-সহ হাউজিং ফিনান্স কোম্পানি অথবা অন্যান্য নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি (NBFCs)। আসলে এগুলি হল সেই উপকরণ, যার মাধ্যমে কোম্পানিগুলি জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে। এই আমানতগুলিকে তাদের বিশ্বাসযোগ্যতার জন্য রেটিং এজেন্সি দ্বারা রেট দেওয়া হয়েছে।
advertisement
advertisement
৫ কোটি টাকার নিচে জমার উপর SCUF ও STFC-এর ফিক্সড ডিপোজিটের হার কত?
১২ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৬.৫০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৭.০০ শতাংশ সুদ
  • ১৫ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৬.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৭.২৫ শতাংশ সুদ
  • advertisement
  • ২৪ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৬.৭৫ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৭.২৫ শতাংশ
  • ৩০ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৭৫ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৮.২৫ শতাংশ সুদ
  • ৩৬ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৭.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৮.২৫ শতাংশ সুদ
  • advertisement
  • ৪৫ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৮০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৮.৩০ শতাংশ
  • ৪৮ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৮০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৮.৩০ শতাংশ
  • ৬০ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৯০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৮.৪০ শতাংশ
  • advertisement
    ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার কী?
    SCUF ও SRFC-এর দেওয়া সুদের হারে কমপক্ষে ১৫ মাসের জন্য বিনিয়োগ করলে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করা সম্ভব। এ-ছাড়া, ফিক্সড ডিপোজিটের উপর বিভিন্ন ব্যাঙ্কের দেওয়া সুদের হারের চেয়েও বেশি SCUF ও SRFC-এর সুদের হার। উদাহরণস্বরূপ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) মেয়াদকালের উপর নির্ভর করে ৩.০০ থেকে ৫.২৫ শতাংশ হারে সুদ দেয়। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের দেওয়া সুদের হারের পরিমাণ প্রায় ৩.৫০ থেকে ৬.০৯ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্ক ২ কোটি টাকার নিচে জমার উপর দেয় ২.৫০ থেকে ৬.০০ শতাংশ সুদের হার। আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ২.৫০ থেকে ৫.৭৫ শতাংশ হারে সুদ দেয়।
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    Fixed Deposit Interest Rate: এই সব ফিক্সড ডিপোজিট থেকে গ্রাহক পেতে পারেন প্রায় ৮ শতাংশের কাছাকাছি রিটার্ন! জেনে নিন বিশদে
    Next Article
    advertisement
    পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
    পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
    VIEW MORE
    advertisement
    advertisement