#নয়াদিল্লি: ইপিএফও ২০২১-২২ অর্থবর্ষের জন্য পিএফে জমা টাকার উপরে সুদের হার ০.৪ শতাংশ কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছে ৷ সুদের হার কম করার পরও অন্যান্য সেভিংস যোজনার তুলনায় পিএফে বেশি সুদ পাওয়া যায় ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
আরও পড়ুন: দু’মাসে ৪৪ থেকে বেড়ে ৫৩০ টাকা, ১০০০ শতাংশ রিটার্ন! আপনি কিনেছেন এই স্টক?
হোলির আগে সুদের হার কমানো হলেও বেশ কিছু ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট অত্যন্ত লাভজনক ৷ EPFO তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার (Life Insurnace) সুবিধা দিয়ে থাকে ৷ অ্যাকাউন্ট হোল্ডাররা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI) যোজনায় ৭ লক্ষ টাকার বিমা বিনামূল্যে দিয়ে থাকে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা প্রদান করা ৷ আগে ৬ লক্ষ টাকার বিমার সুবিধা দেওয়া হত ৷ তবে কয়েক মাস আগে তা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে ৷
আরও পড়ুন: ক্রিপ্টোর দামে বড়সড় পতন, আপনার কাছে এই কয়েনগুলো নেই তো?
বন্ধ পড়ে থাকে অ্যাকাউন্টেও মিলবে সুদ ৷ তিন বছরের বেশি সময় ধরে আপনার পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও আপনি সুদ পাবেন ৷ ২০১৬ থেকে এই বদল করেছিল ইপিএফও ৷ এর আগে তিন বছরের বেশি সময় পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে মিলত না কোনও সুদ ৷
আরও পড়ুন: স্টার্ট আপ বিনিয়োগকারীদের স্বস্তি, বড় আপডেট দিল কেন্দ্র, কী কী সুবিধা হবে!
অবসরের পর পেনশন -
পিএফ অ্যাকাউন্ট হোল্ডার ৫৮ বছর বয়সের পর পেনশন পাওয়ার যোগ্য হয়ে যায় ৷ এর জন্য ১৫ বছর ধরে প্রতি মাসে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করা বাধ্যতামূলক ৷ ইপিএফ নিয়ম অনুযায়ী, কর্মচারীদের বেসিক বেতনের পাশাপাশি ডিএ-এর ১২ শতাংশ অংশ পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় ৷ সংস্থার তরফেও একই অঙ্কের টাকা অ্যাকাউন্টে জমা করা হয় ৷ এর ৩.৬৭ শতাংশ অংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় এবং ৮.৩৩ শতাংশ পেনশন যোজনায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPFO, PF Account