Cryptocurrency: হোলির পরেই ক্রিপ্টোর দামে বড়সড় পতন, আপনার কাছে এই কয়েনগুলো নেই তো?

Last Updated:

Cryptocurrency: গত ২৪ ঘণ্টায় গ্লোবাল ক্রিপ্টোর মার্কেট ক্যাপ কমেছে ১.৮৫ ট্রিলিয়ন ডলার।

#নয়াদিল্লি: গত কয়েক সপ্তাহ ধরেই ক্রিপ্টোকারেন্সির দাম ক্রমাগত কমছিল। হোলির ঠিক আগে অবস্থার কিছুটা পরিবর্তন হয়। বিনিয়োগকারীদের মুখেও খুশির রঙ লাগে। কিন্তু হোলি কাটতেই অবস্থা আবার যে কে সেই। ২১ মার্চ সকালে ক্রিপ্টোকারেন্সির বাজারে পতন হল ২.৩৩ শতাংশ। গ্লোবাল ক্রিপ্টোর মার্কেট ক্যাপ কমেছে ১.৮৫ ট্রিলিয়ন ডলার। এককথায় যা অভাবনীয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ক্রিপ্টো দুনিয়ার জনপ্রিয় দুই কারেন্সি হল বিটকয়েন এবং ইথেরিয়াম। দুটি মুদ্রারই ভ্যালু ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। যদিও ইথেরিয়াম গত এক সপ্তাহে ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। শীর্ষ ১০ ক্রিপ্টোকারেন্সির ভ্যালু ধরলে, টেরা লুনা প্রায় ৩ শতাংশ লাভ করেছে। যদিও বিটকয়েনের ভ্যালু নিম্নমুখী।
advertisement
advertisement
কয়েনমার্কেটক্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখার সময় বিটকয়েন ২.৫৯ শতাংশ কমে ৪০,৮৩৩.৪৮ মার্কিন ডলারে ট্রেড করছে। একই সময় পতন হয়েছে ইথেরিয়াম-এরও। বাজারে এর দাম ২.৯৩ শতাংশ কমে হয়েছে ২,৮৪৬.২৪ মার্কিন ডলার। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্রিপ্টো বাজারের ৪২.০ শতাংশ দখল করে রেখেছে বিটকয়েন। পাশাপাশি বাজারের ১৮.৫ শতাংশ ইথেরিয়ামের দখলে।
advertisement
কোন কয়েন কত পড়ল দেখে নেওয়া যাক একনজরে-
১। বিএনবি-র মূল্য দাঁড়িয়েছে ৩৮৮.৮৫ ডলার। কমেছে ১.৯০ শতাংশ।
২। শিবা ইনুর মূল্যে মারাত্মক পতন হয়েছে। বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ০.০০০০২২৬ ডলার। কমেছে ৪.৭৮ শতাংশ।
৩। সোলানা-র দামও নিম্নমূখী। ৩.৪০ শতাংশ দাম কমে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৮৭.৭২ ডলার।
advertisement
৪। গত কয়েকদিন ক্রমাগত বৃদ্ধির পর কার্ডানোর দাম কমেছে ২.৬৫ শতাংশ। বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ০.৮৭৩৮ ডলার।
৫। দুদিন আগেই ২ শতাংশ বেড়েছিল ডজকয়েন। কিন্তু হোলি মিটতেই ফের মুখ থুবড়ে পড়েছে। দাম কমেছে ২.৪২ শতাংশ। বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ০.১১৯৪ শতাংশ।
৬। এক্সআরপি-র মূল্য দাঁড়িয়েছে ০.৭৯৯৯ ডলার। কমেছে ১.৮৫ শতাংশ।
advertisement
৭। বড়সড় পতন হয়েছে এভালঞ্চ-এরও। ৩.৬২ শতাংশ দাম পড়েছে। বর্তমানে এর বাজারদর দাঁড়িয়েছে ৮৫.১৩ ডলার।
৮। তবে টেরা লুনার দাম ধারাবাহিকভাবে পড়ছে। ২.৯৯ শতাংশ দাম কমে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৯৪.২০ ডলার।
দাম বেড়েছে যাদের: তবে এর মধ্যেও বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। এর মধ্যে অন্যতম নেকোকয়েন, পোলকাচিপার এবং রেভোলোটো। একলাফে ২৮১.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে নেকোকয়েন। পোলকাচিপার-ও এর কাছাকাছি গিয়েছে। এর দাম বেড়েছে ২৪২.১১ শতাংশ। তিন নম্বরে রয়েছে রেভোলোটো। যা ১৫৯.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: হোলির পরেই ক্রিপ্টোর দামে বড়সড় পতন, আপনার কাছে এই কয়েনগুলো নেই তো?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement