ইসলাম অনুযায়ী অতি পবিত্র ‘৭৮৬’, আপনার কাছে এই নম্বরের নোট থাকলে পাবেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

এই নম্বরের যে কোনও নোট থাকলেই লক্ষ টাকা রোজগার কোনও ব্যাপার নয়৷

#কলকাতা: আপনার কাছে ১০, ২০,৫০, ১০০ টাকার যেরকম খুশি নোট থাকুক তার বিশেষ নম্বরগুলি কখনও মন দিয়ে দেখেছেন কি? সঠিক নম্বর কম্বিনেশনের নোট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা৷ প্রচুর মানুষের শখ নোট সংগ্রহ করা আর তাঁরা বিভিন্ন রকমের গুরুত্ব দিয়ে নোট সংগ্রহ করেন৷ এই পুরনো টাকা -পয়সা থেকে কত রোজগার হতে পারে তার সম্পর্কে সব সময় মানুষের খুব ভালো ধারণা থাকে না৷ বিভিন্ন ওয়েবসাইটে এই সব বিশেষ নোট দিয়ে অর্থাৎ বিক্রি করে হাজার হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকাও রোজগার করে নিতে পারেন৷
আপনার কাছে ১,২.৫,১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার কোনও নোট আছে যাতে ‘৭৮৬’ নম্বর রয়েছে৷ যদি আপনি এই টাকা পেয়ে যান তাহলে মনে করবেন কোনও লটারি জিতে গেছেন৷ আসলে এই ‘৭৮৬’ নম্বর ইসলাম ধর্ম অনুযায়ি অত্যন্ত পবিত্র৷ ভারত ও পাকিস্তান দুই দেশের মুসলিমরাই মনে করেন কোরানের বিবরণ অনুযায়ি  ‘‘বিসমিল্লাহ আল-রহমান-আল-রহিম’’ -র সংখ্যাতত্ত্বে তারই প্রকাশ৷ এই নম্বর আল্লাহ-র রূপক হিসেবে ধরা হয়৷ আপনার এই নোট যদি থাকে তাহলে ই বে- (Ebay) ওয়েবসাইটে বিক্রি করতে পারেন৷
advertisement
এই ওয়েবসাইটে আপনার কাছে থাকা ওই বিশেষ নম্বরের নোটের নিলাম হয়৷ এতে যে কেউ অংশ নিতে পারেন৷ ৭৮৬নম্বর নোটেরও নিলাম হয়৷ এই রকম সংখ্যার নোটে খুব সহজেই তিন লক্ষ টাকা পাওয়া সম্ভব৷ আসলে বহু মানুষ এই নোটকে খুব শুভ মান্য করেন৷ আর তাই এই বিশেষ নোট নিজের কাছে রাখার জন্য অনেক টাকা দিতেও পিছপা হন না৷
advertisement
advertisement
জানুন কেমন করে হবে বিক্রি
স্টেপ ১- সবচেয়ে আগে  www.ebay.com তে লগ অন করুন৷
স্টেপ ২- হোমপেজে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজেকে একজন বিক্রেতা হিসেবে রেজিস্ট্রার করুন৷
স্টেপ ৩- নিজের নোটের একটা পরিষ্কার ছবি তুলুন,  তারপর এই প্ল্যাটফর্মে সেই ছবি আপলোড করে দিন৷ এরপর ইবে সেই ছবি তাদের নোট ও পয়সা কেনার গ্রাহকদের জায়গায় সেই ছবি দেখাবে যাতে সেটি বিক্রি হতে পারে৷
advertisement
স্টেপ ৪- নোট কিনতে ইচ্ছুক ব্যক্তিরা বিজ্ঞাপন দেখার পর আপনার সঙ্গে যোগাযোগ করবেন৷ তাঁর সঙ্গে সব ঠিক হলে আপনি নিজের নোট বিক্রি করতে পারবেন৷
(ডিসক্লেমার- এই খবর নিউজ ওয়েবসাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে বানানো, নিউজ ১৮ বাংলা নিজের পক্ষ থেকে এই খবরের কোনও দায়িত্ব নেবে না৷ )
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইসলাম অনুযায়ী অতি পবিত্র ‘৭৮৬’, আপনার কাছে এই নম্বরের নোট থাকলে পাবেন লক্ষ লক্ষ টাকা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement