#কলকাতা: আপনার কাছে ১০, ২০,৫০, ১০০ টাকার যেরকম খুশি নোট থাকুক তার বিশেষ নম্বরগুলি কখনও মন দিয়ে দেখেছেন কি? সঠিক নম্বর কম্বিনেশনের নোট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা৷ প্রচুর মানুষের শখ নোট সংগ্রহ করা আর তাঁরা বিভিন্ন রকমের গুরুত্ব দিয়ে নোট সংগ্রহ করেন৷ এই পুরনো টাকা -পয়সা থেকে কত রোজগার হতে পারে তার সম্পর্কে সব সময় মানুষের খুব ভালো ধারণা থাকে না৷ বিভিন্ন ওয়েবসাইটে এই সব বিশেষ নোট দিয়ে অর্থাৎ বিক্রি করে হাজার হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকাও রোজগার করে নিতে পারেন৷
আপনার কাছে ১,২.৫,১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার কোনও নোট আছে যাতে ‘৭৮৬’ নম্বর রয়েছে৷ যদি আপনি এই টাকা পেয়ে যান তাহলে মনে করবেন কোনও লটারি জিতে গেছেন৷ আসলে এই ‘৭৮৬’ নম্বর ইসলাম ধর্ম অনুযায়ি অত্যন্ত পবিত্র৷ ভারত ও পাকিস্তান দুই দেশের মুসলিমরাই মনে করেন কোরানের বিবরণ অনুযায়ি ‘‘বিসমিল্লাহ আল-রহমান-আল-রহিম’’ -র সংখ্যাতত্ত্বে তারই প্রকাশ৷ এই নম্বর আল্লাহ-র রূপক হিসেবে ধরা হয়৷ আপনার এই নোট যদি থাকে তাহলে ই বে- (Ebay) ওয়েবসাইটে বিক্রি করতে পারেন৷
জানুন কেমন করে হবে বিক্রি
স্টেপ ১- সবচেয়ে আগে www.ebay.com তে লগ অন করুন৷
স্টেপ ২- হোমপেজে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজেকে একজন বিক্রেতা হিসেবে রেজিস্ট্রার করুন৷
স্টেপ ৩- নিজের নোটের একটা পরিষ্কার ছবি তুলুন, তারপর এই প্ল্যাটফর্মে সেই ছবি আপলোড করে দিন৷ এরপর ইবে সেই ছবি তাদের নোট ও পয়সা কেনার গ্রাহকদের জায়গায় সেই ছবি দেখাবে যাতে সেটি বিক্রি হতে পারে৷
স্টেপ ৪- নোট কিনতে ইচ্ছুক ব্যক্তিরা বিজ্ঞাপন দেখার পর আপনার সঙ্গে যোগাযোগ করবেন৷ তাঁর সঙ্গে সব ঠিক হলে আপনি নিজের নোট বিক্রি করতে পারবেন৷
(ডিসক্লেমার- এই খবর নিউজ ওয়েবসাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে বানানো, নিউজ ১৮ বাংলা নিজের পক্ষ থেকে এই খবরের কোনও দায়িত্ব নেবে না৷ )
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।