Money Making Ideas For Women: কাঁচা সুপারির ব্যবসা করেই লাভবান হচ্ছেন গ্রামীণ মহিলারা, আয় হচ্ছে মোটা টাকা

Last Updated:

Money Making Tips For Women:বর্তমান সময়ে জেলার সীমান্তের গ্রাম এলাকার মহিলারা এই ব্যবসা করেই লাভ পাচ্ছেন অনেকটা।

+
কাঁচা

কাঁচা সুপারি রোদে শুকনো হচ্ছে

দিনহাটা: জেলা কোচবিহারের সীমান্ত লাগোয়া গ্রামীণ এলাকায় চলছে রমরমিয়ে কাঁচা সুপারির ব্যবসা। আর এই ব্যবসা করেই লাভবান হচ্ছেন বহু মানুষ ও গ্রামীণ মহিলারা। এই কাঁচা সুপারি গুলি সংগ্রহ করা হয় জেলার বিভিন্ন এলাকা থেকে। আর সেই কাঁচা সুপারি সেদ্ধ করে কেটে শুকিয়ে বিক্রি করেই আর্থিক উপার্জন করছেন বহু মহিলা। এই ব্যবসা আজকের নয়, চলছে দীর্ঘ সময় ধরে। দিনহাটা, শিতলকুচি এবং আরোও বহু জায়গায় এই ব্যবসা করেই লাভের মুখ দেখছেন অনেকে। মরসুমি এই ব্যবসায় লাভ অনেক।
কাঁচা সুপারির পাইকার বাবলু মিঞা জানান, “এই কাঁচা সুপারি তাঁরা সংগ্রহ করেন বিভিন্ন এলাকায় সুপারি বিক্রেতা বা বাড়ি বাড়ি ঘুরে। জেলার বিভিন্ন এলাকা থেকে এই সুপারি নিয়ে আসেন তাঁরা। তারপর সেই সুপারি তাঁরা বিক্রি করেন এই মহিলাদের কাছে। এতে তাঁদের দিনে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত লাভ হয় কুইন্টাল প্রতি। ফলে অনেকটাই লাভ করতে পারেন তাঁরা। মরশুমি এই ব্যবসা করে লাভ হয় বেশ অনেকটাই। ফলে সারা বছরের টাকা তাঁরা এই মরসুমে তুলতে পারেন। এই ব্যবসা দীর্ঘ সময় ধরে করছেন তাঁরা।”
advertisement
advertisement
কাঁচা সুপারির মহাজন হামিদুল মিঞা জানান, “এই সুপারি গুলি বিক্রি হয় পান মশলা এবং গুটখা কোম্পানিতে। মহিলারা এই সুপারি বিক্রি করে এতে দিনে গড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত উপার্জন করেন। হিসেব হয় মোট ছয় মাসের।” কাঁচা সুপারির ব্যবসায় যুক্ত এক মহিলা আমিনা বিবি জানান, “কাঁচা সুপারি কিনে সেদ্ধ করে নেন। তারপর সেগুলি ঠান্ডা করে কেটে নিয়ে রোদে শুকিয়ে নিন তিন থেকে চারদিন। তারপর সেগুলি বস্তা বন্দি করে বিক্রি করেন। এতে ছয় মাসে প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত লাভ হয়।”
advertisement
বর্তমান সময়ে জেলার সীমান্তের গ্রাম এলাকার মহিলারা এই ব্যবসা করেই লাভ পাচ্ছেন অনেকটা। বাড়িতে বসে না থেকে, বেশ কয়েকজন গ্রামের মহিলারা মিলে এই ব্যবসা করছেন একত্রিত হয়ে। আর এই সুপারি গুলি বিক্রি করে করে ছয় মাসে বছরভর সংসার প্রতিপালনের টাকা সংগ্রহ করে নিচ্ছেন একবারে। এতে লাভের মাত্রা থাকছে প্রায় অনেকটাই।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas For Women: কাঁচা সুপারির ব্যবসা করেই লাভবান হচ্ছেন গ্রামীণ মহিলারা, আয় হচ্ছে মোটা টাকা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement